সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলনে বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্য ফোরামের একাত্মতা ঘোষণা

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছে বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্য ফোরাম।
ফোরামের সভাপতি এ বি এম আবদুস সাত্তার বলেন, সরকারি কর্মচারীদের আন্দোলনের সাথে তাদের সংগঠন একাত্মতা প্রকাশ করেছে। সরকার যে আইন করেছে সেটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ফ্যাসিস্ট আওয়ামী লীগের সময়েও এ ধরনের আইন হয়নি।
তিনি বলেন, "আমি এসেছিলাম কেবিনেট, জনপ্রশাসন ও স্বরাষ্ট্র সচিবসহ কয়েকজন সিনিয়র কর্মকর্তার সাথে দেখা করতে, যাতে সরকারি কর্মচারীদের আন্দোলনে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। কিন্তু আমাকে প্রবেশ করতে দেওয়া হয়নি। আমি একজন সাবেক কর্মচারী। এভাবে আমাকে আটকানো বেআইনি বলে মনে করি। কারণ আমি কোনো আন্দোলন করছি না।"
তিনি বলেন, আওয়ামী লীগের সময়ের সুবিধাভোগী আমলারা এখনো গুরুত্বপূর্ণ পদে বসে আছে। তাদের দায়িত্বে রেখে কোনো কিছুই সুষ্ঠুভাবে করা সম্ভব হবে না। এজন্য তাদের আগে চাকরি থেকে অব্যাহতি দিতে হবে। সরকার সেটা না করে নিবর্তনমূলক আইন করছে। যেখানে বিনা নোটিশে চাকরিচ্যুত করা যাবে। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।