এ মাসেই শুরু হচ্ছে বিচার, প্রধান উপদেষ্টার প্রতি আস্থাপ্রকাশ এনসিপি, জামায়াত, বিএনপির

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, আজ প্রধান উপদেষ্টার সাথে তিনটি রাজনৈতিক দলের বৈঠকে— প্রতিটি দলের প্রতিনিধিরা প্রধান উপদেষ্টার নেতৃত্বের প্রতি তাদের আস্থা আছে বলে জানিয়েছেন।
তিনি জানান, প্রধান উপদেষ্টার কাছে বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছে। জামায়াত ডিসেম্বর থেকে আগামী বছরের জুলাই সময়ের মধ্যে নির্বাচনকে সমর্থনে আছে। এনসিপিও একই সময়ের কথা বলেছে।
'এনসিপি ও জামায়াত বলেছে, বর্তমানে দেশে নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নেই।'
প্রেস সচিব জানান, প্রধান উপদেষ্টা বলেছেন এ মাসেই বিচার প্রক্রিয়া শুরু হবে।
তিনি বলেন, দেশে সংকটের কিছু হয়েছে কিনা জানি না। তবে সব দলের মধ্যে সৌহার্দপূর্ণ আলোচনা হয়েছে। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের সময় এনসিপির পক্ষ থেকে স্থানীয় সরকার নির্বাচনের জন্য জোরালোভাবে বলা হয়।
এদিকে অন্তর্বর্তী সরকারের দুই ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পাশাপাশি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের পদত্যাগের দাবি জানিয়েছে বিএনপি। এবিষয়ে প্রেস সচিব বলেন, প্রধান উপদেষ্টা সেটিও শুনেছেন।