পঞ্চগড়, ফেনী, কুমিল্লা ও লালমনিরহাট সীমান্ত দিয়ে ৮৭ জনকে পুশ-ইন বিএসএফের

দেশের পঞ্চগড়, ফেনী, কুমিল্লা ও লালমনিরহাট সীমান্ত দিয়ে আজ বৃহস্পতিবার (২২ মে) নারী ও শিশুসহ মোট ৮৭ জনকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) পুশ-ইন করেছে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় পুলিশ।
পঞ্চগড় সীমান্তে ২১ জনকে পুশ-ইন
পঞ্চগড় সদর উপজেলার জয়ধরভাংগা সীমান্ত বৃহস্পতিবার ভোররাতে দিয়ে নারী ও শিশুসহ মোট ২১ জন বাংলাদেশিকে পুশ-ইন করেছে বিএসএফ।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা হিল জামান জানান, 'বিজিবি বৃহস্পতিবার বিকেলে আটকদের থানায় হস্তান্তর করেছে। আটক শিশুদের সমাজসেবার মাধ্যমে সেফ হোমে এবং অন্যান্যদের বিরুদ্ধে পাসপোর্ট আইনে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।'
তিনি আরও বলেন, 'বিজিবি কর্তৃপক্ষ বাদি হয়ে মামলা দায়ের করবেন।'
নীলফামারীর ৫৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল শেখ মো. বদরুদ্দোজা জানান, 'বিএসএফ পঞ্চগড়ের জয়ধরভাংগা সীমান্ত দিয়ে ২১ জন বাংলাদেশিকে পুশ-ইন করেছে। টহলরত বিজিবি সদস্যরা তাদের আটক করে। পরে তাদের বড়বাড়ি বিওপি ক্যাম্পে রাখা হয়।'
তিনি আরও বলেন, 'প্রয়োজনীয় কার্যক্রম শেষে তাদের পঞ্চগড় সদর থানায় হস্তান্তর করা হয়েছে। বিএসএফ পুশইন করায় আমরা পতাকা বৈঠকে কড়া প্রতিবাদ জানিয়েছি।'
ফেনী সীমান্তে ৩৯ জনকে পুশ-ইন
ফেনীর দুই সীমান্ত দিয়ে ৩৯ জনকে বাংলাদেশে পুশ-ইন করেছে বিএসএফ। জেলার ছাগলনাইয়া ও ফুলগাজী সীমান্ত দিয়ে ৬টি পরিবারের বাংলাদেশি ২৪ নাগরিককে পুশ-ইন করা হয়।
বুধবার দিবাগত রাত সাড়ে ১২টা থেকে ৪টার মধ্যে ছাগলনাইয়া পৌরসভার মটুয়া সীমান্ত দিয়ে ১২ জন ও ফুলগাজী উপজেলার খেজুরিয়া সীমান্ত দিয়ে ১২ জন ও কুমিল্লা-ফুলগাজী সীমান্তে ১৫ জনসহ মোট ৩৯ জনকে পুশ-ইন করা হয়।
বিজিবি ৪ ব্যাটালিয়ন তাদের আটক করে ছাগলনাইয়া ও ফুলগাজী থানায় হস্তান্তর করে।
লালমনিরহাট সীমান্ত দিয়ে ১১ জনকে বাংলাদেশে পুশ-ইন
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ধবলসুতি গাটিয়ারভিটা সীমান্ত দিয়ে ১১ জনকে বাংলাদেশে পুশ-ইন করেছে বিএসএফ।
বিজিবি ৬১ ব্যাটালিয়নের ধবলসুতি বিওপি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার আব্দুল মতিন বিষয়টি নিশ্চিত করে জানান, 'ভারতীয় নাগরিকদের পুলিশে হস্তান্তর করা হয়েছে।'
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, 'বিজিবি আমাদের কাছে ১১ জনকে হস্তান্তর করেছে। তাদের মধ্যে ৭ জন নারী এবং ৪ জন শিশু রয়েছে।'
তিনি আরও জানান, 'এই ১১ জনের বিস্তারিত তথ্য জানতে পুলিশ ও বিজিবি যৌথভাবে কাজ করছে, এবং আইনগত প্রক্রিয়া চলছে।'
কুমিল্লা সীমান্তে ১৩ জনকে পুশ-ইন
কুমিল্লায় নারী-পুরুষ ও শিশুসহ ১৩ বাংলাদেশিকে ভারত থেকে পুশ-ইন করা হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) ভোর ৪টায় কুমিল্লা সদর উপজেলার গোলাবাড়ি সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
কুমিল্লা ১০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ভোর ৪টার দিকে কুমিল্লা সদর উপজেলার গোলাবাড়ি সীমান্ত এলাকা দিয়ে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ নারী-শিশুসহ ১৩ বাংলাদেশিকে পুশ-ইন করে।
তিনি আরও জানান, অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ৬০ বিজিবি টহলদল তাদের আটক করে। এদের মধ্যে তিনজন পুরুষ, তিনজন নারী এবং সাতজন শিশু রয়েছেন। আটককৃত বাংলাদেশি নাগরিকদের বিজিবি হেফাজতে রাখা হয়েছে এবং যাচাই-বাছাই শেষে তাদেরকে সংশ্লিষ্ট জেলা প্রশাসনের নিকট হস্তান্তর করা হবে।