২ মামলায় আইভীর জামিন নামঞ্জুর

দুই মামলায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
বুধবার (২১ মে) দুপুরে শুনানি শেষে এ আদেশ দেন নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম হায়দার আলী।
আদালত পুলিশের পরিদর্শক কাইউম খান এসব তথ্য নিশ্চিত করেন।
আদালত সূত্রে জানা যায়, রিকশাচালক মো. তুহিন হত্যা এবং হকার নাদিমকে হত্যাচেষ্টার অভিযোগে সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা দু'টি মামলায় আইভীর জামিন আবেদন করা হয়। শুনানি শেষে বিচারক উভয় আবেদন নামঞ্জুর করে দেন।
আরও জানা যায়, একই দিন পোশাক শ্রমিক মিনারুল ইসলাম হত্যা মামলায় জামিন আবেদন করা হয় জেলা ও দায়রা জজ আবু শামীম আজাদের আদালতে। এ মামলায় আইভীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের করা রিমান্ড আবেদনের শুনানি সম্পন্ন না হওয়ায় জামিন শুনানির জন্য ২৭ মে দিন ধার্য করেন বিচারক। মিনারুল হত্যা মামলায় রিমান্ড শুনানির তারিখ ২৫ মে ধার্য করা হয়েছে।
এর আগে, গত ১০ মে ভোরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ চুনকা কুটির থেকে গ্রেপ্তার করা হয় নাসিকের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে। ৯ মে রাতে তাকে ধরতে অভিযান পরিচালনা করা হলেও রাতভর আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের আটকে রাখে দেওভোগের স্থানীয় লোকজন ও আইভী সমর্থকরা। পরে তাকে সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের হওয়া মিনারুল হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। তার বিরুদ্ধে ৪ টি হত্যা ও হত্যাচেষ্টার মামলা রয়েছে।
বর্তমানে তিনি কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে রয়েছেন।