ঢাকাসহ ৯ জেলায় বজ্রঝড়ের সতর্কবার্তা: বিএমডি

ঢাকাসহ ৯ জেলায় বজ্রঝড়ের সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর (বিএমডি)।
আজ (১৮ মে) দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে জানানো হয়েছে, আজ (১৮ মে) বিকাল ৫টা ১৫ মিনিট থেকে রাত ৯ টার মধ্যে ঠাকুরগাঁও, দিনাজপুর, গাইবান্ধা, কুমিল্লা, ঢাকা, গাজীপুর, জামালপুর, শেরপুর ও মৌলভীবাজার জেলার কিছু স্থানে ৪৫-৬০ কিলোমিটার বা তার অধিক গতিবেগে পুনরায় দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে।
বলা হয়েছে,বজ্রপাত চলাকালীন সময়ে, ঘরের বাইরে যাবেন না।
বার্তায় আরও বলা হয়েছে, বজ্রপাতের একাধিক শব্দের মধ্যে সর্বশেষ যে শব্দটি শুনবেন সেই সময় থেকে কমপক্ষে ৩০ মিনিট ঘরেই অবস্থান করুন।