এনবিআর-এর কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে আলোচনায় বসতে রাজি অর্থ উপদেষ্টা

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে আলোচনায় বসতে রাজি হয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
আগামী মঙ্গলবার বিকেল সাড়ে তিনটায় অর্থ মন্ত্রণালয়ে আলোচনায় বসবেন। আজ রোববার এনবিআরের জনসংযোগ কর্মকর্তা আল আমিন শেখ এই তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্তির অধ্যাদেশ বাতিলসহ তিন দফা দাবিতে সংস্থাটির কর্মকর্তা-কর্মচারীরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তাদের আন্দোলনের মাঝেই এ খবর এলো।
এনবিআর বিলুপ্ত করে নতুন অধ্যাদেশ বাতিল এবং টেকসই রাজস্ব সংস্কারের দাবিতে আজও কলম বিরতি কর্মসূচি পালন করছেন কর্মকর্তা-কর্মচারীরা।
এনবিআর কর্মকর্তা-কর্মচারীদের তিন দফাগুলো হলো—রাজস্ব অধ্যাদেশ অবিলম্বে বাতিল; এনবিআর সংস্কারসংক্রান্ত পরামর্শক কমিটির প্রতিবেদন জনসমক্ষে প্রকাশ ও এনবিআর, ব্যবসায়ী সংগঠন, সুশীল সমাজ, রাজনৈতিক নেতাসহ সব অংশীজনের মতামতের ভিত্তিতে রাজস্বব্যবস্থার সংস্কার।