গাজীপুরে কারখানায় পানি পান করে ২ শতাধিক শ্রমিক অসুস্থ

গাজীপুর মহানগরীর বাসন থানার কড্ডা এলাকায় একটি তৈরি পোশাক কারখানায় পানি পান করে দুই শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। এ ঘটনার পর শনিবার (১৭ মে) একদিনের জন্য কারখানাটি ছুটি ঘোষণা করা হয়েছে।
গাজীপুর শিল্প পুলিশ-২ এর পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও শ্রমিক সূত্রে জানা যায়, কড্ডা এলাকায় ইন্টারন্যাশনাল ক্লাসিক কম্পোজিট লিমিটেড (আইসিসি) নামের ওই পোশাক কারখানায় ৩ হাজার ৪০০ শ্রমিক কর্মরত। প্রতিদিনের মতো শনিবার সকালেও শ্রমিকরা কাজে যোগ দেন। পরে কারখানায় সরবরাহকৃত পানি পান করার পর প্রথমে কয়েকজন পেটব্যথায় আক্রান্ত হন। পরে আক্রান্তের সংখ্যা ২০০ ছাড়িয়ে যায়।
কারখানা কর্তৃপক্ষ ও শ্রমিকরা অসুস্থদের স্থানীয় বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করেন।
পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম বলেন, 'সকালে কাজে যোগদানের পর শ্রমিকরা পানি পান করে অসুস্থ হতে থাকেন। আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় কর্তৃপক্ষ আজকের জন্য কারখানায় ছুটি ঘোষণা করে।'
তিনি আরও বলেন, 'মালিকপক্ষের সঙ্গে সমন্বয় করে অসুস্থ শ্রমিকদের সুচিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। কারো অবস্থা গুরুতর হলে যেন উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয়, সে দিকেও নজর রাখা হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।'