খুলনায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

খুলনার ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন।
আজ শনিবার (১৭ মে) বেলা ১১টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া উপজেলার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কার্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে।
তবে তাৎক্ষণিকভাবে নিহত ৩ জনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
এ ঘটনায় আহতরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেন ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ রানা বলেন, "কয়রা থেকে মাহিন্দ্রযোগে ৭ জন ব্যক্তি খুলনার দিকে যাচ্ছিলেন। ডুমুরিয়া ফায়ার সার্ভিসের কার্যালয়ের সামনে একটি তেলবাহী ট্যাংকলরির সাথে মাহিন্দ্রার ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই ১ জন মারা যান।"
পরে ফায়ার সার্ভিসের সহায়তায় বাকিদের হাসপাতালে নিয়ে গেলে সেখানে মারা যান আরও ২ জন। বাকি ৪ জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
"দুর্ঘটনাটি মহাসড়কে ঘটায়, খর্নিয়া হাইওয়ে থানা এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেবে," যোগ করেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ রানা।