মোহাম্মদপুর ও হাজারীবাগে দুর্বৃত্তদের হামলায় শিক্ষার্থীসহ নিহত ২

রাজধানীর মোহাম্মদপুর এবং হাজারীবাগ এলাকায় পৃথক ঘটনায় দুর্বৃত্তদের হামলায় শিক্ষার্থীসহ দুজন নিহত ও একজন আহত হয়েছেন।
শনিবার (১৭ মে) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানিয়েছেন ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের ডিসি মুহাম্মদ তালেবুর রহমান।
নিহতরা হলেন, বরিশালের আগৈঝরার পূর্ব সুজনকাঠীর আবুল ফকিরের ছেলে নুর ইসলাম (২৬)। পেশায় তিনি আলোকচিত্রি ছিলেন। থাকতেন ধানমণ্ডি থানার শংকর বাসস্ট্যান্ডের পেছনে। আরেকজন ড. মালেকা কলেজ ও বিশ্ববিদ্যালয় অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী আলভী (২৭)। তার বাবার নাম মশিউর খান পাপ্পু।
একই ঘটনায় শিক্ষা প্রতিষ্ঠানটির দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আশরাফুল ইসলাম (২১) আহত হয়েছেন। তিনি মাথায় আঘাত পেয়েছেন। তার বাবার নাম মোহাম্মদ মাসুদ। নিহত আলভী এবং আহত আশরাফুল ইসলাম উভয়ই বিজিবি ৫ নং গেট এলাকার বাসিন্দা।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিহত নুর ইসলামের ভাই ওসমান গনি বলেন, "শুক্রবার রাত আটটায় মোহাম্মদপুর দূর্গা মন্দির গলি দিয়ে যাওয়ার সময় কয়েকজন গতিরোধ করে সাথে থাকা ক্যামেরা ছিনিয়ে নেয় এবং তাকে (নুর ইসলাম) এলোপাতাড়ি কুপিয়ে গুরুত্বর আহত করে। তার মাথা ও দুই হাত মারাত্মকভাবে জখম হয়।"
"তাকে উদ্ধার করে প্রথমে বাংলাদেশ মেডিকেল হাসপাতালে নিলে প্রাথমিক চিকিৎসা শেষে রাত পৌনে দশটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন," যোগ করেন ওসমান গনি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ ফারুক জানান, মরদেহটি ময়াতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা আছে।
অপরদিকে, হাজারীবাগ থানা এলাকায় ঘটনায় নিহত আলভীর মামি মাহী জানান, শুক্রবার রাত ৮টায় জিগাতলা বাসস্ট্যান্ডে তারা আড্ডা দেওয়ার সময় হঠাৎ ১০-১২ জন দুর্বৃত্তরা এসে কুপিয়ে তাকে গুরুতর আহত করে। তাদেরকে উদ্ধার করে প্রথমে জাপান বাংলাদেশ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য রাত ৯টা ৫ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহটি ময়াতদন্তের জন্য মর্গে রাখা আছে।
আহত আশরাফুল ঢাকা মেডিকেল হাসপাতালের জরুরি বিভাগের ৪ নং ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।