সাভারে বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলা, আহত ৫

ঢাকার সাভারে বন বিভাগের জমি দখলমুক্ত করতে গিয়ে হামলার শিকার হয়েছেন বন বিভাগের এক কর্মকর্তাসহ অন্তত ৫ জন। আজ শুক্রবার দুপুরে উপজেলার বিরুলিয়া ইউনিয়নের ছোট কালিয়াকৈর এলাকায় তাদের ওপর হামলা হয়।
আহতরা হলেন– ফরেস্টার মো. মহিদুর রহমান, ফরেস্ট গার্ড শহীদুল্লাহ কায়সার, বজলুর রহমান বেপারী, আলাউদ্দিন ও বাগানমালি বাপ্পী হোসেন। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
যোগাযোগ করলে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডা. লামিমা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, আমাদের এখানে দুজনকে আনা হয়েছিল। এর মধ্যে একজনের হাতে-পায়ে জখম থাকায় এবং আঘাত গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় রেফার্ড করা হয়েছে। অন্যজন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।
হামলায় আহত ফরেস্ট গার্ড শহীদুল্লাহ কায়সার মুঠোফোনে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, আজ দুপুরে জুমার নামাজের আগে আমাদের বিট অফিস সংলগ্ন বাগানে প্রায় ৬৫ একর জমির মালিকানা দাবি করে একটি গাছে সাইনবোর্ড দেন লোকমান হোসেন নামের এক ব্যক্তি। সেখানে টিন দিয়ে বেড়াও দেন তিনি। বিকাল পৌনে চারটার দিকে সাইনবোর্ড ও বেড়া দেখতে পেয়ে ফরেস্টার মহিদুর রহমান স্যারসহ আমরা সেখানে সাইনবোর্ড ও বেড়া খুলতে যাই। এ সময় অতর্কিতভাবে লোকমান হোসেন ও তার লোকেরা দেশীয় অস্ত্রসহ আমাদের ওপর হামলা চালায়।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তবে মহিদুর রহমানের অবস্থা গুরুতর হওয়ায় তাকে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
শহীদুল্লাহ আরও বলেন, লোকমান হোসেনের সঙ্গে বন বিভাগের আগে থেকেই দ্বন্দ্ব রয়েছে। তার নামে মামলাও রয়েছে। কারণ ইতোপূর্বেও তিনি বন বিভাগের জমি দখল করেছেন। ওই এলাকায় তার একটি রেড অক্সাইডের কারখানাও আছে।
এ বিষয়ে জানতে একাধিকবার চেষ্টা করেও মুঠোফোন বন্ধ থাকায় অভিযুক্ত লোকমান হোসেনের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
জানতে চাইলে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া বলেন, বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলার খবর পেয়েছি। আহতদের সঙ্গে যোগাযোগ হয়েছে। তারা একটি অভিযোগ দেবেন বলে জানিয়েছেন। অভিযোগ পেলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।