কাকরাইলে ছোট ছোট দলে ভাগ হয়ে যেভাবে বিক্ষোভে অংশ নিচ্ছে শিক্ষার্থীরা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবি আদায়ের নানা স্লোগানে মুখরিত কাকরাইল মোড়। এরই মধ্যে দেখা গেছে ভিন্ন চিত্র। অবস্থান কর্মসূচির পাশাপাশি শিক্ষার্থীরা ছোট ছোট দলে ভাগ হয়ে অভিনব কায়দায় প্রতিবাদ জানাচ্ছেন, উজ্জীবিত করছেন অন্যদের।
সরেজমিনে দেখা যায়, তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের উপর প্রতীকী বোতল নিক্ষেপ কর্মসূচি পালন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সংলগ্ন রাস্তার উপর তিনটি প্লাস্টিকের ঝুড়িতে 'সান্ডা মাহফুজ' লেখা সাঁটিয়ে দেন শিক্ষার্থীরা। এরপর পালাক্রমে শতাধিক শিক্ষার্থী বোতল নিক্ষেপ শুরু করেন।
এছাড়া, গতকাল (১৫ মে) সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যাচ্ছে একদল তরুণ বোতল হাতে নিয়ে 'প্রতিবাদ' করছেন। ভিডিওর ব্যাকগ্রাউন্ডে বিশ্বকাপের থিম সং বাজতে শোনা যায়।
উল্লেখ্য, তৃতীয় দিনের মতো তিন দফা দাবি আদায়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা সংলগ্ন কাকরাইল মসজিদ মোড়ে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পুলিশ ব্যারিকেডের সামনে বসে তারা নিজেদের দাবির পক্ষে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।