২১ মে থেকে আবারও ফ্লাইট চালু করছে নভোএয়ার

১৯ দিনের বিরতির পর আগামী ২১ মে থেকে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনা আবারও শুরু করতে যাচ্ছে বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার।
বৃহস্পতিবার (১৬ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নভোএয়ারের ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ থেকে টিকিট কাটলে যাত্রীরা 'VQWEBAPP' প্রোমো কোড ব্যবহার করে ১৫ শতাংশ ছাড় পাবেন।
নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান বলেন, 'আগামী বুধবার থেকে আমরা পুনরায় ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছি। এ ঘোষণা দিতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। আমাদের ব্যবসায়িক পরিকল্পনার অংশ হিসেবে আমরা সাময়িকভাবে ফ্লাইট পরিচালনা স্থগিত করেছিলাম। এই বিরতির সময় আমাদের সম্মানিত যাত্রী ও শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে অভূতপূর্ব সমর্থন ও উৎসাহ পেয়েছি।'
তিনি আরও বলেন, 'আমরা সব সময় যাত্রীসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে নিরাপদ ভ্রমণের নিশ্চয়তা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আবারও সবাইকে বিমানে স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত।'
নভোএয়ারের টিকিট ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, বিক্রয়কেন্দ্র ও ট্রাভেল এজেন্টদের মাধ্যমে এখন থেকেই কেনা যাচ্ছে।
প্রসঙ্গত, গত ২ মে থেকে সাময়িকভাবে ফ্লাইট পরিচালনা স্থগিত করেছিল নভোএয়ার।