চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশন হাসপাতালের জন্য জমির দলিল হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা

চট্টগ্রামের দক্ষিণ কাট্টলীতে একটি অত্যাধুনিক হৃদরোগ হাসপাতাল নির্মাণের জন্য চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনকে আনুষ্ঠানিকভাবে ২৩ একর জমি বরাদ্দ দেওয়া হয়েছে।
আজ বুধবার (১৪ মে) বিকেলে চট্টগ্রাম নগরীর সার্কিট হাউজ সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান ও এশিয়ান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুস সালাম-এর হাতে জমির দলিল আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
অনুষ্ঠানে বক্তৃতাকালে ফাউন্ডেশনের মহাসচিব অধ্যাপক ডা. প্রবীর কুমার দাস বলেন, 'আমরা বহুদিন ধরে একটি স্থায়ী জায়গার অপেক্ষায় ছিলাম। এই বরাদ্দ আমাদের সক্ষমতা অনেক বাড়িয়ে দেবে এবং একটি আধুনিক হৃদরোগ হাসপাতাল প্রতিষ্ঠার পথ খুলে দেবে। শিগগিরই প্রাথমিক নির্মাণকাজ শুরু হবে।'
দক্ষিণ কাট্টলী ভূমি অফিসের পাশে নির্মিতব্য এই পরিকল্পিত হাসপাতালটিতে আধুনিক নানা চিকিৎসা সুবিধা থাকবে। যার মধ্যে থাকবে- ক্যাথেটারাইজেশন ল্যাবরেটরি (ক্যাথ ল্যাব), ওপেন হার্ট সার্জারি ইউনিট, ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) ও করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) এবং কার্ডিওলজি ও কার্ডিয়াক সার্জারির জন্য বিশেষায়িত বিভাগ।
এছাড়াও সুবিধাবঞ্চিত হৃদরোগীদের জন্য বিশেষ সেবার ব্যবস্থাও থাকবে।
২০২২ সালের ২৫ মে প্রতিষ্ঠিত চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশন এই অঞ্চলের মানুষের জন্য আধুনিক হৃদরোগ চিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছে। বর্তমানে ফাউন্ডেশনটি নগরীর গোলপাহাড় মোড়ে ভাড়া করা একটি স্থানে বহির্বিভাগ সেবা পরিচালনা করছে।