জানুয়ারি-মার্চ প্রান্তিকে ব্র্যাক ব্যাংকের মুনাফা ৪৬% বেড়ে ৪০০ কোটি টাকা

২০২৫ সালের জানুয়ারি-মার্চ প্রান্তিকে ব্র্যাক ব্যাংকের সমন্বিত (কনসলিডেটেড) মুনাফা ৪৬ শতাংশ বেড়ে ৪০০ কোটি টাকায় পৌঁছেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রকাশিত ব্যাংকটির প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি-মার্চ প্রান্তিকে ব্যাংকের শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) দাঁড়িয়েছে ২ টাকা ২৭ পয়সা, যেখানে গত বছরের একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ৫৪ পয়সা।
ব্র্যাক ব্যাংক এক বিবৃতিতে জানিয়েছে, ২০২৪ সালের প্রথম প্রান্তিকের তুলনায় মুনাফা বৃদ্ধির ফলে ইপিএস বেড়েছে। মূলত অতিরিক্ত বিনিয়োগ আয় এবং সুদ আয় বৃদ্ধির কারণে এই মুনাফা অর্জন সম্ভব হয়েছে।