২৩-২৮ মে'র মধ্যে বঙ্গোপসাগরে সৃষ্টি হতে পারে ঘূর্ণিঝড় 'শক্তি'

আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ সতর্ক করে বলেছেন, ২৩ থেকে ২৮ মে-এর মধ্যে বঙ্গোপসাগরে একটি শক্তিশালী ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
গতকাল নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে দেওয়া এক পোস্টে তিনি জানান, সম্ভাব্য ঘূর্ণিঝড়টির নাম হবে 'শক্তি' এবং নামটি প্রস্তাব করেছে শ্রীলঙ্কা।
তিনি আরও জানান, ২৪ থেকে ২৬ মে-এর মধ্যে এটি উপকূলে আঘাত হানতে পারে। ভারতের ওড়িশা উপকূল থেকে বাংলাদেশের চট্টগ্রাম উপকূল পর্যন্ত অঞ্চল এর আওতায় পড়তে পারে।
তবে তার পোস্ট অনুযায়ী, ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের খুলনা বিভাগের ওপর দিয়ে ঘূর্ণিঝড়টির স্থলে আঘাত করার সম্ভাবনা সবচেয়ে বেশি।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর গতকাল (১১ মে) এ বিষয়ে একটি আনুষ্ঠানিক সতর্কবার্তা দিয়েছে।
গতকাল রাত ৯টা থেকে আজ সকাল ৯টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, কিছু কিছু স্থানে বজ্রসহ বৃষ্টি ও দমকা হাওয়া বয়ে যেতে পারে।
এই আবহাওয়া রংপুর, দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে বিরাজ করতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) জানিয়েছে, ১৬ থেকে ১৮ মে-এর মধ্যে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে, যা ধীরে ধীরে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।
এটি বাংলাদেশের দিকে অগ্রসর হলে উপকূলীয় এলাকাগুলোতে তীব্র বাতাস, ভারী বৃষ্টি ও জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে।