গাজীপুরে নিরাপদ সড়কের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

গাজীপুর মহানগরীর মাস্টারবাড়ি এলাকায় কলেজছাত্র হত্যার বিচার ও নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থী ও এলাকাবাসী। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এতে দীর্ঘ যানজটে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা।
পুলিশ ও সংশ্লিষ্টরা জানান, গতকাল শুক্রবার (৯ মে) রাতে সিয়াম নামের এক কলেজছাত্রকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে চলন্ত বাস থেকে ফেলে দেওয়া হলে বাসচাপায় সে নিহত হয়। ঘটনার প্রতিবাদে শনিবার সকাল সাড়ে ১০টার দিকে নিহতের সহপাঠী ও স্থানীয়রা মাস্টারবাড়ি এলাকায় মহাসড়ক অবরোধ করেন।
অবরোধকারীরা মানববন্ধনে অংশ নিয়ে সিয়াম হত্যার বিচার দাবি করেন। একপর্যায়ে উত্তেজিত জনতা একটি বাস ভাঙচুর করে, ফলে আশপাশের এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এবং মহাসড়কে দীর্ঘ যানজট তৈরি হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, 'দোষীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। পাশাপাশি শিক্ষার্থীদের নিরাপদ চলাচলের জন্য কার্যকর পদক্ষেপ নিতে হবে।'
গাজীপুর মহানগরীর সদর মেট্রো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান বলেন, 'শিক্ষার্থীরা কিছু সময়ের জন্য মহাসড়ক অবরোধ করেছিল। পরে তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিলে বেলা সাড়ে ১২টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।'