খাগড়াছড়ি দিয়ে ৬৬ ভারতীয়কে বাংলাদেশে ঠেলে দিল বিএসএফ

খাগড়াছড়ির বিভিন্ন সীমান্ত দিয়ে ৬৬ জন ভারতীয় নাগরিককে বাংলাদেশি আখ্যা দিয়ে তাদের বাংলাদেশে ঠেলে দিয়েছে (পুশ ইন) ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ বুধবার ভোরে এ ঘটনা ঘটে। খবর পেয়ে বিজিবি তাদের আটক করে।
স্থানীয়রা সাংবাদিকদের জানিয়েছেন, বিএসএফ যাদের বাংলাদেশে ঠেলে দিয়েছে, তারা সবাই মুসলিম এবং ভারতের গুজরাটের বাসিন্দা। তারা গুজরাটি এবং বাংলা উভয় ভাষাতেই কথা বলতে পারেন।
বিজিবি সূত্রে জানা গেছে, বিএসএফ গোমতি ইউনিয়নের শান্তিপুর সীমান্ত দিয়ে ২৭ জন এবং তাইন্দং ইউনিয়নের আচলং পাড়া দিয়ে আরও ১৫ জন এবং পানছড়ির লোগাং ইউনিয়নের রূপসেন পাড়া সীমান্ত দিয়ে ২৪ জনকে বাংলাদেশে পাঠিয়ে দেয়। খবর পেয়ে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) তাদের আটক করে।
স্থানীয় আলী আহাম্মেদ জানান, ভারতীয় নাগরিকদের সাথে কথা বলে জেনেছি তাদের গুজরাট এয়ারপোর্ট থেকে আগরতলা এয়ারপোর্টে আনা হয়। সেখান থেকে গাড়িতে করে ত্রিপুরা সীমান্ত দিয়ে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার শান্তিপুর পয়েন্টে গভীর রাতে ছয়জন পুরুষ, চার শিশু ও নারীসহ ২৭ জনকে বাংলাদেশে অনুপ্রবেশ করানো হয়। পরে তারা গোমতী ইউনিয়নের হাজীপাড়ায় আবুল হোসেন মেম্বরের বাড়িতে অবস্থান করেন।
আটককৃতরা জানান, তাদের পৃথক দুটি বিমানে গুজরাট থেকে ত্রিপুরায় আনা হয়। পরে বিএসএফ সদস্যরা তাদের জোর করে বাংলাদেশে অনুপ্রবেশ করায়। এ সময় তাদের চোখ বেঁধে দেওয়া হয়। বাংলাদেশে অনুপ্রবেশের পর ঘণ্টাখানেক পর্যন্ত তাদের চোখ বাঁধা ছিল।
আটকদের কয়েকজন জানান, ১১৪ বিএসএফ এলকেপাড়া ক্যাম্পের সদস্যরা শান্তিপুর সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে অনুপ্রবেশ করায়।
তবে এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
খাগড়াছড়ির ভারপ্রাপ্ত জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা বলেন, সর্বশেষ খবর অনুযায়ী ৬৬ জন ভারতীয় নাগরিক মাটিরাঙ্গা ও পানছড়ি উপজেলার সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করেছে। যেহেতু নারী, শিশু ও পুরুষ রয়েছে, তাই তাদের খাবার ও নিরাপত্তার বিষয়টি নিয়ে স্থানীয় উপজেলা প্রশাসন সজাগ রয়েছে।