প্রশাসনিক ভবনের পর এবার বরিশাল বিশ্ববিদ্যালয় উপাচার্যের বাসভবনের গেটে তালা শিক্ষার্থীদের

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শুচিতা শরমিনের অপসারণের দাবিতে আজ বুধবার তৃতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। কর্মসূচি শেষে তারা উপাচার্যের বাসভবনের গেটে তালা ঝুলিয়ে দেন।
আজ বেলা সাড়ে ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নিচতলায় অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। বেলা দেড়টার দিকে তারা বিক্ষোভ মিছিল নিয়ে উপাচার্যের বাসভবনের সামনে যান এবং বাসভবনের নিরাপত্তাকর্মীদের বের করে দিয়ে গেটে তালা ঝুলিয়ে দেন।
এর আগে গতকাল মঙ্গলবার (৬ মে) বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক ভবনের গেটে তালা ঝুলিয়ে দেয় শিক্ষার্থীরা। একইসঙ্গে তারা প্রশাসনিক শাটডাউনের ঘোষণাও দেন তারা। আজ সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম বন্ধ ছিল। তবে ক্লাস-পরীক্ষা চালু রয়েছে।
শিক্ষার্থীরা জানিয়েছেন, তাদের পূর্বনিধারিত কর্মসূচির অংশ হিসেবে আজ অবস্থান কর্মসূচি শেষে তারা উপাচার্যের বাসভবনের গেটে তালা ঝুলিয়ে দিয়েছেন।
আন্দোলনকারী শিক্ষার্থী সুজয় শুভ বলেন, আমাদের আন্দোলনে সব শিক্ষার্থী একাত্মতা প্রকাশ করেছেন। প্রশাসনিক ভবন বন্ধ করে দেওয়া হলেও ক্লাস-পরীক্ষা চালু রাখা হয়েছে। উপাচার্য যেহেতু শিক্ষার্থীদের কল্যাণে কোনো কাজ করছেন না, তাই শিক্ষার্থীরা তার কোনো প্রয়োজনীয়তা মনে করছেন না। আমরা তার অপসারণ ছাড়া আন্দোলন বন্ধ করব না।