'ফিরোজা'য় পৌঁছেছেন খালেদা, বাসভবন ঘিরে বিপুল নেতাকর্মীর সমাগম

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া গুলশানে তার বাসভবন 'ফিরোজা'য় পৌঁছেছেন। বেলা ১টা ২৫ মিনিটের দিকে তিনি সেখানে পৌঁছান। উন্নত চিকিৎসা শেষে আজ মঙ্গলবার (৬ মে) সকাল ১০টা ৩৮ মিনিটে দেশে ফিরেছেন তিনি।
লন্ডনে চিকিৎসা নিয়ে চার মাস পর আজ দেশে ফেরেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। খালেদার সঙ্গে তার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমানও দেশে ফিরেছেন।
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি সরাসরি গুলশানের বাসভবনের উদেশ্যে যাত্রা করেন। পথে তাকে অভ্যর্থনা জানান দলীয় নেতা-কর্মীরা।
ফিরোজায় খালেদা জিয়াকে স্বাগত জানান তার মেজ বোন সেলিমা ইসলাম, ছোট ভাই শামীম ইস্কান্দার, শামীমের স্ত্রী কানিজ ফাতেমা, জোবাইদা রহমানের বড় বোন শাহীনা জামান বিন্দু এবং তাদের পরিবারের সদস্যরা। এছাড়া মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ ছিলেন সেখানে।
খালেদা জিয়ার আগমনকে কেন্দ্র করে তার বাসভবন 'ফিরোজা' সংলগ্ন এলাকায় ভিড় করেছেন বিএনপির নেতা-কর্মীরা। বাড়িটির আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
সাবেক এই প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের জ্যেষ্ঠ নেতারা।
সকাল ৯টার পর গুলশান-২ নম্বরের ৭৯ নম্বর সড়কে 'ফিরোজা'র সামনে ব্যারিকেড বসানো হয়। সড়কের দুই পাশে কড়া নিরাপত্তার জন্য মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের। এছাড়া, সেনা সদস্যরাও সেখানে অবস্থান করছেন। পাশাপাশি, বিএনপির চেয়ারপারসনের নিরাপত্তার দায়িত্বে থাকা 'চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স (সিএসএফ)'–এর সদস্যরাও সেখানে উপস্থিত আছেন।
গণমাধ্যমকর্মী ছাড়া কাউকে ওই এলাকায় প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান সংবাদমাধ্যমে জানিয়েছেন, খালেদা জিয়ার দেশে ফেরা উপলক্ষ্যে নেতা-কর্মীদের মধ্যে বিপুল উচ্ছ্বাস লক্ষ করা যাচ্ছে। তারা দলীয় চেয়ারপারসনকে স্বাগত জানাতে উপস্থিত হয়েছেন।
খালেদা জিয়াকে স্বাগত জানাতে আসা দলীয় নেতা-কর্মীদের হাতে বাংলাদেশের জাতীয় পতাকা ও বিএনপির দলীয় পতাকা রয়েছে। বিএনপির নেতারা বলছেন, স্বাগত জানাতে নেতা-কর্মীদের স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নামা দলের প্রতি তাদের আস্থার প্রমাণ।
বিএনপি এবং ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে বিএনপি নেতাকর্মীদের সড়কে অবস্থান না করে ফুটপাতে শৃঙ্খলাবদ্ধ হয়ে দাঁড়াতে নির্দেশনা দেওয়া হয়েছে।

গত ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়া হয়। সেখানে টানা ১৭ দিন চিকিৎসাধীন থাকার পর গত ২৫ জানুয়ারি খালেদা জিয়াকে তার বড় ছেলে তারেক রহমানের বাসায় নিয়ে যাওয়া হয়। বাসা থেকেই লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক প্যাট্রিক কেনেডি ও অধ্যাপক জেনিফার ক্রসের তত্ত্বাবধায়নে তিনি চিকিৎসা দেন।
নানা জটিল রোগে আক্রান্ত খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে বার বার চিকিৎসকরা পরামর্শ দিলেও আওয়ামী লীগ সরকারের সময়ে তিনি সেই অনুমতি পাননি।