ছুটি না পেয়ে অসুস্থ শ্রমিকের মৃত্যু, সুপারভাইজার বরখাস্ত, তদন্তে বেপজার কমিটি

চট্টগ্রামের ইপিজেডের একটি কারখানায় ছুটি না পেয়ে অসুস্থ অবস্থায় এক শ্রমিক মৃত্যুবরণ করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিষ্ঠানটির দায়িত্বরত সুপারভাইজারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি ঘটনা তদন্তে চার সদস্যের একটি কমিটিও করেছে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা)।
গত সোমবার (২৮ এপ্রিল) চট্টগ্রামের ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেশাস ডিজিজেস (বিআইটিআইডি) কলেরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন ওই শ্রমিক।
নিহত শ্রমিকের নাম উৎপল তঞ্চঙ্গ্যা (২৩)। তিনি চট্টগ্রাম ইপিজেডের শিল্প প্রতিষ্ঠান মেসার্স এলসিবি ইন্টারন্যাশনাল লিমিটেড নামে একটি বিদেশি মালিকানাধীন তৈরি পোশাক প্রস্তুতকারী শিল্প প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।
প্রতিষ্ঠানটির মানব সম্পদ বিভাগের ব্যবস্থাপক দৌলত হোসেন এবং মৃত ব্যক্তির আপন ভাই ও রুমমেট জিসান তঞ্চঙ্গ্যা ও অন্য সহকর্মী সুজন চাকমাসহ তিন জনের বরাত দিয়ে পুরো ঘটনার বর্ণনা দিয়েছে বেপজা কর্তৃপক্ষ।
গত মঙ্গলবার চট্টগ্রাম ইপিজেডের নির্বাহী পরিচালক মো. আবদুস সোবাহান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৭ এপ্রিল সকাল ১১টার দিকে উৎপল তঞ্চঙ্গ্যা অসুস্থ বোধ করেন এবং তিনি সুপারভাইজার ও লাইন লিডারের নিকট অসুস্থতার বিষয়টি অবহিত করলে সুপারভাইজার তাকে কোম্পানির মেডিকেল থেকে ওরস্যালাইনের ব্যবস্থা করেন এবং কিছুক্ষণ বিশ্রাম নিয়ে কাজে যোগ দিতে বলেন।
পরবর্তীতে তিনি সন্ধ্যা ৭টার দিকে কর্মস্থল ত্যাগ করে নিজের সাইকেলে করে বাসায় যান। রাত ১০টার দিকে তার রুমমেট তাকে বাথরুমে গুরুতর অসুস্থ অবস্থায় পান এবং স্থানীয় চিকিৎসকের মাধ্যমে চিকিৎসা করেন। পরদিন ২৮ এপ্রিল সকালে তার শারীরিক অবস্থার অবনতি হলে তার আপন ভাই ও রুমমেট জিসান তঞ্চঙ্গ্যা তাকে বিআইটিআইডি- এর জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই মর্মান্তিক ঘটনার পর কোম্পানি কর্তৃপক্ষ সংশ্লিষ্ট সুপারভাইজারকে সাময়িকভাবে বরখাস্ত করেছে। বেপজা কর্তৃপক্ষ একটি চার সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে। যা আগামী তিন কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন পেশ করবেন। কমিটির সুপারিশ মোতাবেক পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
শিল্প পুলিশের চট্টগ্রাম অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার (জনসংযোগ) জসিম উদ্দিন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে (টিবিএস) বলেন, ছুটি না পেয়ে অসুস্থ হয়ে একজন শ্রমিকের মৃত্যুর ঘটনা শুনেছি। এ বিষয়ে কোনো মামলা হয়নি। মামলা হলে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া বেপজা কর্তৃপক্ষ তদন্ত কমিটি করেছে।'