রূপপুর প্রকল্পে অর্থ আত্মসাতের অভিযোগে প্রচ্ছায়া লিমিটেডের ৮ পরিচালকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে প্রায় ৫৯ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে প্রচ্ছায়া লিমিটেডের আট পরিচালকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছেন একটি আদালত।
আজ ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
দেশত্যাগে নিষেধাজ্ঞা পেয়েছেন—শাহীন সিদ্দিকী, বুশরা সিদ্দিকী, শেহতাজ মুননাসি খান, শহীদ উদ্দিন খান, শফিক আহমেদ, পরিজা পাইনাজ খান, নওরিন তাসমিয়া সিদ্দিকী এবং ফারজানা আনজুম।
আদালতে করা আবেদনে দুদক উল্লেখ করে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পুত্র সজীব ওয়াজেদ জয়, বোন শেখ রেহানা, ভাগ্নি টিউলিপ সিদ্দিক ও অন্যদের বিরুদ্ধে রূপপুর প্রকল্প থেকে বিপুল অঙ্কের অর্থ আত্মসাতের অভিযোগে তদন্তে ইতোমধ্যে সাত সদস্যের একটি টিম গঠন করা হয়েছে।
আবেদনে আরও বলা হয়, 'প্রচ্ছায়া লিমিটেডের পরিচালকদের এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতা রয়েছে। তারা দেশ ছেড়ে চলে গেলে তদন্ত দলের পক্ষে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহে জটিলতা তৈরি হবে, যা তদন্ত প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে পারে।'