জাতিসংঘ বা অন্য কোনো সংস্থার সঙ্গে ‘মানবিক করিডোর’ নিয়ে আলোচনা হয়নি: প্রেস সচিব

মিয়ানমারের রাখাইন রাজ্যে কক্সবাজার থেকে 'মানবিক করিডোর' দেওয়ার বিষয়ে জাতিসংঘ বা কোনো আন্তর্জাতিক সংস্থার সঙ্গে আলোচনা করেনি অন্তর্বর্তী সরকার।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সংবাদ সংস্থা ইউএনবি'কে এক প্রশ্নের জবাবে বলেন, "আমরা স্পষ্টভাবে বলতে চাই যে, সরকার জাতিসংঘ বা অন্য কোনো সংস্থার সঙ্গে তথাকথিত 'মানবিক করিডোর' নিয়ে আলোচনা করেনি।"
এটি সরকারের পক্ষ থেকেও স্পষ্টভাবে জানানো হয়েছে যে, মানবিক করিডোর নিয়ে কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি বলে জানান তিনি।
তিনি বলেন, সরকার-এর অবস্থান হলো, যদি রাখাইন রাজ্যে জাতিসংঘের নেতৃত্বে কোনো মানবিক সহায়তা প্রদান করা হয়, তবে বাংলাদেশ তার লজিস্টিক সহায়তা দিতে প্রস্তুত থাকবে।
ইউএনডিপির (জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি) তথ্য অনুযায়ী, রাখাইন রাজ্য একটি মারাত্মক মানবিক পরিস্থিতির সম্মুখীন।
শফিকুল আলম এ বিষয়ে বলেন, "বাংলাদেশের একটি উজ্জ্বল রেকর্ড রয়েছে। আমরা বিপদে পড়া দেশগুলোকে সাহায্য করেছি, যেমন সম্প্রতি মিয়ানমারের ভয়াবহ ভূমিকম্পের পর আমরা সহায়তা পাঠিয়েছি।"
তবে সরকার রাখাইন রাজ্য নিয়ে উদ্বিগ্ন বলে জানিয়েছেন প্রেস সচিব। তিনি জানান, এমন পরিস্থিতি অব্যাহত থাকলে বাংলাদেশে রাখাইন থেকে আরও মানুষ শরণার্থী হিসেবে আসতে পারে। বাংলাদেশের পক্ষে তাদের জায়গা দেওয়া সম্ভব না।
তিনি বলেন, "আমরা আরও বিশ্বাস করি যে, জাতিসংঘ-সমর্থিত মানবিক সাহায্য রাখাইনকে স্থিতিশীল করতে সাহায্য করবে এবং শরণার্থীদের মিয়ানমারে ফিরে যাওয়ার জন্য পরিবেশ তৈরি করবে।"
বর্তমান পরিস্থিতি দেখে শফিকুল আলম বলেন, রাখাইনে সাহায্য পৌঁছানোর জন্য একমাত্র কার্যকর পথ হলো বাংলাদেশ।
তিনি জানান, বাংলাদেশ নীতিগতভাবে এই পথ ব্যবহার করে সাহায্য পৌঁছানোর জন্য লজিস্টিক সহায়তা দিতে রাজি আছে। তবে রাখাইন রাজ্যে সাহায্য পাঠানো বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।
তিনি বলেন, "এই বিষয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আমাদের যোগাযোগ রয়েছে। সময়মতো বাংলাদেশে সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে পরামর্শ করা হবে।"
একটি বড় পরাশক্তির সম্পৃক্ততার বিষয়ে প্রচারিত প্রতিবেদনের প্রসঙ্গে তিনি বলেন, এসব "পুরোপুরি ভিত্তিহীন এবং নিরেট প্রোপাগান্ডা।"
প্রেস সচিব বলেন, "গত কয়েক মাসে বাংলাদেশকে লক্ষ্য করে একের পর এক বিদ্বেষমূলক ভুয়া তথ্য ছড়ানো হয়েছে, যা এখনো চলমান,"—এবং এ ধরনের প্রোপাগান্ডা তারই অংশ বলে মন্তব্য করেন তিনি।