জামিন পেলেন মডেল মেঘনা আলম

ঢাকার একটি আদালত প্রতারণা ও চাঁদাবাজির মামলায় মিস আর্থ বাংলাদেশ-২০২০ বিজয়ী মডেল মেঘনা আলমের জামিন মঞ্জুর করেছেন।
আজ সোমবার (২৮ এপ্রিল) ঢাকা অতিরিক্ত মহানগর ম্যাজিস্ট্রেট মো. সানাউল্লাহ শুনানি শেষে তার জামিনের আবেদন গ্রহণ করেন।
এর আগে, গত ১৭ এপ্রিল ঢাকা মহানগর হাকিম মাসুম মিয়া ধানমন্ডি থানায় দায়ের করা মামলায় বিদেশি কূটনীতিকের সঙ্গে প্রতারণার অভিযোগে মেঘনা আলমকে গ্রেপ্তার দেখান।
গত ৯ এপ্রিল রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে বিশেষ ক্ষমতা আইনে তাকে ৩০ দিনের জন্য আটকাদেশে রাখা হয়।
তবে গত ১৩ এপ্রিল হাইকোর্ট বিশেষ ক্ষমতা আইনে তার ৩০ দিনের আটকাদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে সংশ্লিষ্টদের প্রতি দুই সপ্তাহের মধ্যে ব্যাখ্যা দিতে রুল জারি করেন।
বিচারপতি রাজিক-আল-জলিল ও বিচারপতি তামান্না রহমান খালিদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।