অবৈধ সম্পদের অভিযোগে সাবেক এমপি এনামুল হক ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

সাবেক সংসদ সদস্য এনামুল হক ও তার স্ত্রীর তহুরা হকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন। তাদের বিরুদ্ধে প্রায় ২৬ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও দুই হাজার ২৪০ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়েছে।
সোমবার দুদক মহাপরিচালক আক্তার হোসেন সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এনামুল হকের বিরুদ্ধে ১৮.০৮ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া তার ২২ টি ব্যাংক একাউন্টে দুই হাজার ২৩৯ কোটি ১৫ লাখ টাকার সন্দেহজনক লেনদেন হয়েছে।
এদিকে স্ত্রী তহুরা হকের বিরুদ্ধে ৭.৯৫ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া তার ২ টি ব্যাংক একাউন্টে ১.৭২ কোটি টাকার সন্দেহজনক লেনদেন হয়েছে।