চাঁদার দাবিতে গার্মেন্টস কর্মকর্তাকে অপহরণ, ছাত্রদল-যুবদলের নেতাদের বিরুদ্ধে মামলা

চট্টগ্রাম নগরীতে চাঁদা না পেয়ে এক গার্মেন্টস কর্মকর্তাকে অপহরণের অভিযোগ উঠেছে ছাত্রদল ও যুবদলের দুই নেতার বিরুদ্ধে।
শনিবার (২৬ এপ্রিল) রাত ১০টার দিকে চান্দগাঁও থানাধীন বিসিক শিল্প এলাকার আজিম গ্রুপের কারখানার সামনে থেকে শফিউল আলম নামের ওই কর্মকর্তাকে তুলে নেওয়া হয়।
পরে রাত সাড়ে ১০টার দিকে খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা পালিয়ে যায়।
শফিউল আজিম গ্রুপ গার্মেন্টসের সিনিয়র সুপারভাইজার এবং দৈনিক কালবেলার ঢাকা অফিসের স্টাফ রিপোর্টার আমজাদ হোসাইনের বাবা। এ ঘটনায় চান্দগাঁও থানায় একটি মামলা দায়ের করেছেন শফিউল।
অভিযুক্তরা হলেন চান্দগাঁও থানা যুবদলের নেতা মো. সোহেল ও থানা ছাত্রদলের আহ্বায়ক আলফাজ। শফিউলের অভিযোগ, তাদের নেতৃত্বে ৪-৫ জন দুর্বৃত্ত তাকে অপহরণ করে। অভিযুক্তরা চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ানের অনুসারী বলে জানা গেছে।
এ ঘটনায় দায়িত্ব অবহেলার অভিযোগে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সভাপতি সাইফুল আলমকে শোকজ করেছে কেন্দ্রীয় ছাত্রদল। শফিউলকে হুমকি ও চাঁদার বিষয়টি অবহিত করার পরও তিনি ব্যবস্থা না নেওয়ায় তাকে শোকজ করা হয়।
মামলার অভিযোগে শফিউল উল্লেখ করেন, শনিবার রাত ১০টার দিকে ছুটি শেষে বাসায় ফেরার পথে সোহেলের নেতৃত্বে কয়েকজন দুর্বৃত্ত তাকে টেনে-হিঁচড়ে একটি সিএনজি অটোরিকশায় তুলে নেয়।
পরে সিএন্ডবি টেকবাজার রেললাইনের সামনে একটি অন্ধকার স্থানে নিয়ে গিয়ে তাকে মারধর করে এবং ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। অপহরণকারীরা তার পরিবারকে ফোনে মুক্তিপণের কথা জানায়। পরিবারের সদস্যরা থানায় জানালে পুলিশ অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে। অভিযুক্তরা পালানোর আগে জোর করে কয়েকটি ফাঁকা স্ট্যাম্পে তার স্বাক্ষরও নেয়।
ভুক্তভোগীর ছেলে আমজাদ হোসাইন জানান, তার বাবাকে কয়েকদিন ধরে যুবদল নেতা সোহেল ও ছাত্রদল নেতা আলফাজ মিথ্যা অভিযোগে হয়রানি করছিল। বিষয়টি কেন্দ্রীয় ও মহানগর ছাত্রদল নেতাদের জানালেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
তিনি আরও জানান, এর আগেও তার বাবার কাছ থেকে বিএনপির পরিচয়ে ৭০ হাজার টাকা আদায় করা হয়েছিল এবং আরও দেড় লাখ টাকা দাবি করা হয়েছিল।
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির নেতা আবু সুফিয়ান বলেন, 'বিষয়টি শুনে আমরা পুলিশ প্রশাসনকে অবহিত করেছি। বিএনপির নাম ব্যবহার করে অপরাধ করলে কাউকে ছাড় দেওয়া হবে না।'
চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সভাপতি সাইফুল আলম বলেন, 'পুলিশ ও স্থানীয় সূত্রে ছাত্রদল নেতা আলফাজের সম্পৃক্ততা মেলেনি। তবুও তদন্ত চলছে। প্রমাণ মিললে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।'
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন বলেন, 'রাতে অভিযান চালিয়ে আধা ঘণ্টার মধ্যে ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সোহেলের নামে মামলা হয়েছে এবং তাকে ধরতে অভিযান চলছে।'