অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ; ময়মনসিংহের সাবেক এমপি কাজীমের বিরুদ্ধে দুদকের মামলা

ময়মনসিংহের সাবেক সংসদ সদস্য কাজীম উদ্দিন আহমেদের বিরুদ্ধে ৪ কোটি ৭ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এছাড়া অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তার স্ত্রী সালিহা সিদ্দিকা শিফার সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারি করা হয়েছে।
রবিবার (২৭ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচা কার্যালয়ে সংস্থাটির মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন সাংবাদিকদের এসব তথ্য জানান।
তিনি বলেন, কাজীম উদ্দিন আহমেদ ক্ষমতার অপব্যবহার করে অবৈধভাবে এ সম্পদ অর্জন করেছে। এছাড়া তার নামীয় ১৫ ব্যাংক অ্যাকাউন্টে ৪০ কোটি ৭৬ লাখ টাকার সন্দেহজনক লেনদেন হওয়ার তথ্য পেয়েছে দুদক।
তিনি আরও বলেন, তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ও মানিলন্ডারিং প্রতিরোধ আইনে মামলা দায়ের করা হয়েছে।