শ্রমিকদের ন্যূনতম মজুরি: মালিকদের সঙ্গে সফল বৈঠকের পর কর্মবিরতি প্রত্যাহার

সরকার ঘোষিত ন্যূনতম মজুরি পাঁচটি স্তরে বাস্তবায়নের বিষয়ে মালিক ও শিল্প নেতাদের সঙ্গে ফলপ্রসূ বৈঠকের পর চামড়া শিল্পের শ্রমিকরা কর্মবিরতি প্রত্যাহার করেছেন।
গতকাল (২৪ এপ্রিল) রাজধানীর ধানমন্ডির বাংলাদেশ ফিনিশড লেদার অ্যাসোসিয়েশনের কার্যালয়ে ত্রিপক্ষীয় এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশ ফিনিশড লেদার অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন ও ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়নের নেতৃবৃন্দসহ বেশ কয়েকজন শ্রমিক প্রতিনিধি উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল মালেক দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে (টিবিএস)- বলেন, 'ন্যূনতম মজুরি বাস্তবায়নের দাবিতে চলমান সব আন্দোলন ও কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে।'
বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. সাখাওয়াত উল্লাহ দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে (টিবিএস)- বলেন, 'গতকালের মিটিং থেকে একটি কমিটি করে দেওয়া হয়েছে। সেখানে ট্যানার্স অ্যাসোসিয়েশন, ফিনিশড লেদার ও ওয়ার্কার্স ইউনিয়নের লোকজন থাকবে। কমিটি গ্রেডিংসহ যাবতীয় বিষয়গুলো বিশ্লেষণ করে আগামী ৮ থেকে ১০ দিনের মধ্যে সুপারিশ দেবে। কমিটির সুপারিশগুলো আসার পর সকল পক্ষ বসে আলোচনার মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করা হবে।'
তিনি বলেন, 'এক কথায় গতকালের আলোচনায় অত্যন্ত ফলপ্রসূ এবং ইতিবাচক অগ্রগতি রয়েছে। আশা করছি, খুব শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।'
ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল মালেক দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে (টিবিএস) বলেন, 'মিটিংয়ে মোটামুটি ভালো একটা অগ্রগতি হয়েছে। তবে গ্রেডিংয়ের বিষয়ে কিছু সমস্যা থাকায় বৈঠকে সব পক্ষের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে।'
তিনি বলেন, 'গ্রেডিংয়ের ক্ষেত্রে যেমন এক নম্বর গ্রেডে আছে ১৩টি পদ। সেখানে কিছু কিছু পদের ব্যাপারে মালিকদের আপত্তি আছে। আবার কোনো পদ হয়তো দুই নম্বর গ্রেডে আছে, যা হয়তো তিন নম্বর গ্রেডে যেতে পারে। এই বিষয়গুলো বিশ্লেষণ করে একটা শৃঙ্খলার মধ্যে নিয়ে আসার জন্য মূলত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে সুপারিশ দিতে বলা হয়েছে। পরবর্তী মিটিংয়ে উভয় পক্ষের মধ্যে আলোচনার মাধ্যমে সুপারিশগুলো চূড়ান্ত করা হবে।'
তিনি আরও বলেন, 'গ্রেডিংয়ের বিষয়গুলো সমাধান হওয়ার পর মালিকপক্ষ ৫টি গ্রেডে শ্রমিকদের যেই ন্যূনতম মজুরি, সেটি বাস্তবায়ন করবে।'
কমিটিতে ফিনিশড লেদার অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনসহ ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়নের প্রতিনিধিরা রয়েছেন বলেও জানান তিনি।
তিনি আরও জানান, পরবর্তী মিটিং আগামী ২৮ এপ্রিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।