চট্টগ্রামে খালে পড়ে শিশুর মৃত্যু: তদন্ত কমিটি গঠন

চট্টগ্রাম নগরীর খালে পড়ে ছয় মাসের শিশু মারা যাওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে সিটি করপোরেশন।
সংস্থাটির সচিব মোহাম্মদ আশরাফুল আমিনকে আহ্বায়ক করে গঠিত পাঁচ সদস্যের এই কমিটিকে সাত দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
মঙ্গলবার (২২ এপ্রিল) নগরীর টাইগারপাসে সিটি করপোরেশনের অস্থায়ী প্রধান কার্যালয়ে জলাবদ্ধতাসহ বিভিন্ন বিষয়ে নগরীর সেবা সংস্থাগুলোর সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত হয়।
গত ছয় বছরে চট্টগ্রাম নগরীর অরক্ষিত নালা ও খালে পড়ে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। এভাবে একের পর এক মৃত্যুর ঘটনা ঘটলেও তা তদন্তে কোনো কমিটি গঠন করেনি নালা ও খালের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)।
বৈঠকে সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেন সাংবাদিকদের বলেন, 'চট্টগ্রাম নগরেজলাবদ্ধতা নিরসনে সমন্বিত উদ্যোগের দরকার। আর যেন কোনো মায়ের বুক খালি না হয়—এই অঙ্গীকারে আমরা সবাই মিলে একটি নিরাপদ ও সবুজ শহর গড়তে একযোগে কাজ করব।'
তিনি বলেন, 'নগরীর নালা ও খালগুলোর সুরক্ষা নিশ্চিত করতে হবে। কোথাও ম্যানহোলের ঢাকনা নেই, কোথাও স্ল্যাব মিসিং—এসব সমস্যার দ্রুত সমাধান করতে হবে। সিটি করপোরেশনের ছয়টি জোনের নির্বাহী প্রকৌশলী ও আঞ্চলিক কর্মকর্তাদের তত্ত্বাবধানে প্রতিটি ওয়ার্ডে কোথায় কোথায় এই সমস্যাগুলো রয়েছে তা চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।'
মেয়র বলেন, ''নগরবাসীর অভিযোগ ও পরামর্শ সহজেই গ্রহণের জন্য 'আমাদের চট্টগ্রাম' নামে একটি মোবাইল অ্যাপ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এ অ্যাপে যে কেউ নালা-নর্দমা, ম্যানহোল ঢাকনা, ডাস্টবিন বা খালের সমস্যাসংক্রান্ত ছবি আপলোড করে সরাসরি অভিযোগ জানাতে পারবেন। এ অ্যাপের মাধ্যমে নাগরিক সেবাকে আরও কার্যকর ও জনবান্ধব করে তুলতে চাই।''
সভায় উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলামের নেতৃত্বে সংস্থার কর্মকর্তারা, মেয়রের জলাবদ্ধতাবিষয়ক উপদেষ্টা শাহরিয়ার খালেদ, সিডিএ, সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ারিং ব্রিগেড, নগর পুলিশ, চট্টগ্রাম জেলা প্রশাসন, সড়ক ও জনপথ অধিদপ্তর, ফায়ার সার্ভিস, ওয়াসা, বন্দর, পরিবেশ অধিদপ্তর, পানির উন্নয়ন বোর্ডসহ বিভিন্ন সেবা সংস্থার প্রতিনিধিরা।