ইয়াং গ্লোবাল লিডার্সের তালিকায় বাংলাদেশের শমী হাসান

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) ইয়াং গ্লোবাল লিডার্সের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের শমী হাসান চৌধুরী।
সম্প্রতি ডব্লিউইএফ ২০২৫ সালের জন্য বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ৪০ বছরের নিচে বিশ্বের ১১৬ জন ইয়াং গ্লোবাল লিডার্সের তালিকা প্রকাশ করেছে। তাদের একজন শমী হাসান চৌধুরী।
প্রতিবছর রাজনীতি, ব্যবসা, শিক্ষা, গণমাধ্যম ও কলা শাখায় বিশেষ অর্জন ও অবদান রাখা তরুণদের নিয়ে এ তালিকা করে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম।
এবারের তালিকায় থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা, আয়ারল্যান্ডের উপ-প্রধানমন্ত্রী সাইমন হ্যারিস, ওওয়াইও-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী (সিইও) রিতেশ আগারওয়াল, পরিবেশ বিষয়ক শিল্পী ভন ওংসহ আরও অনেকেই রয়েছে।
শমী হাসান চৌধুরী 'অ্যাওয়ারনেস ৩৬০' নামে একটি আন্তর্জাতিক অলাভজনক সংগঠনের সহ-প্রতিষ্ঠাতা। তিনি ৭০টিরও বেশি দেশে তরুণদের যুক্ত করে পরিচ্ছন্ন পানি, স্যানিটেশন, লিঙ্গসমতা ও জলবায়ু পরিবর্তন নিয়ে কাজ করেছেন, যার প্রভাব পড়েছে ৩০ লাখেরও বেশি মানুষের ওপর।
এছাড়াও কাজের স্বীকৃতিস্বরূপ শমী হাসান চৌধুরী সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রেসিডেন্টস ভলান্টিয়ার সার্ভিস অ্যাওয়ার্ড (গোল্ড) ও ডায়ানা লিগেসি অ্যাওয়ার্ড জেতার পাশাপাশি ফোর্বস থার্টি আন্ডার থার্টি তালিকায়ও জায়গা পেয়েছেন।
শমী হাসান চৌধুরী একজন আন্তর্জাতিক বক্তাও। তিনি হোয়াইট হাউস, জাতিসংঘ এবং বাকিংহাম প্যালেসসহ ৫০টিরও বেশি দেশে বক্তব্য দিয়েছেন।
শমী হাসান চৌধুরী বলেন, 'এই দুর্দিনে বৈশ্বিক নেতৃত্বের অংশ নিতে পেরে আমি গর্বিত। আমি চাই, নেতৃত্বের মাধ্যমে টেকসই ও সমন্বিত সমাধানে অবদান রাখতে।'