সোনারগাঁয়ে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ফতুল্লায় প্রস্তুতিকালে আটক ৭

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঝটিকা মিছিল করেছে উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। একই সময়ে ফতুল্লায় মিছিলের প্রস্তুতিকালে ৭ জনকে আটক করেছে পুলিশ।
সোমবার সকাল ৭ টায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কাচপুর নয়াবাড়ি এলাকায় এই ঝটিকা মিছিল বের করে তারা। মাথায় হেলমেট ও মুখে মাস্ক পরিহিত অবস্থায় ১০/১৫ জন কর্মী ছাত্রলীগের ব্যানারে এই মিছিল করে। এসময় 'শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে' ইত্যাদি স্লোগান দিতে থাকে।
মিছিলের বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (খ- সার্কেল) আসিফ ইমাম। পুলিশের এই কর্মকর্তা বলেন, "আজ সকালে আওয়ামী লীগের ব্যানারে উপজেলা ছাত্রলীগের কর্মীরা একটি মিছিল করেছে। ভিডিও ঘোলাটে হওয়ায় কাউকে শনাক্ত করা যাচ্ছে না। আমরা তাদের শনাক্তের চেষ্টা করছি।"
একই দিন নারায়ণগঞ্জের ফতুল্লায় সকালে আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতিকালে যুবলীগের ৭ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। ফতুল্লার শিবু মার্কেট এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, যুবলীগ নেতা আবুল হোসেন, মোল্লা জাফর, সোহাগ, উজ্জ্বল, শাহ আলম, তপন, রাসেল। তারা সকলেই ফতুল্লা থানা যুবলীগের সভাপতি মীর সোহেলের অনুসারী। আটকরা নিজেদের রাজমিস্ত্রী ও বিভিন্ন পরিচয় দিয়ে নিজেদের দলীয় পরিচয় আড়াল করে মিছিলের প্রস্তুতি নিচ্ছিল।
পুলিশ জানায়, সোমবার সকালে শিবু মার্কেট এলাকায় মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন আওয়ামী লীগ নেতাকর্মীরা। গোপন সূত্রে এমন খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের আটক করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, সকালে মিছিলের প্রস্তুতিকালে শিবু মার্কেট থেকে সাতজনকে আটক করা হয়েছে।