আলোচনা-ঐক্যের মাধ্যমে নির্বাচনের রোডম্যাপসহ সব সমস্যা সমাধান হবে: ফখরুল

আলোচনা-ঐক্যের মধ্যদিয়ে নির্বাচনের রোডম্যাপসহ সব সমস্যা সমাধান হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, 'একটা আলোচনা ও ঐক্যের মধ্যদিয়ে আমরা এক নতুন বাংলাদেশ তৈরি করব। নিঃসন্দেহে আমাদের মধ্যে এই ঐক্য সম্ভব হবে এবং আমরা সফল হব।'
সোমবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে সপ্তাহ চিকিৎসা শেষে দেশে ফিরে সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
নির্বাচনের সময়সূচি ডিসেম্বর থেকে জুনে পরিবর্তনের সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে ফখরুল বলেন, 'এই সমস্যারও সমাধান হবে।'
প্রসঙ্গত, আসন্ন জাতীয় নির্বাচন ও সংস্কার কার্যক্রম নিয়ে আলোচনার জন্য আগামী ১৬ এপ্রিল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবে বিএনপি। এদিন দুপুর ১২টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হবে।
এসময় দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, 'এবারের বৈশাখ অতীতের সব জঞ্জাল সরিয়ে এক নতুন বাংলাদেশ তৈরি করবে।'
গত ৬ এপ্রিল স্বাস্থ্য পরীক্ষার জন্য সস্ত্রীক সিঙ্গাপুরে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক সপ্তাহ সিঙ্গাপুরে চিকিৎসা শেষে নির্ধারিত সময়ের আগেই দেশে ফিরেছেন ফখরুল।
তিনি আগামী ১৬ এপ্রিল বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনার পতনের পর থেকেই নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপের দাবি জানিয়ে আসছে দলটি। অন্যদিকে, ভোটের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা না করলেও দুটি সম্ভাব্য ডেটলাইন ঘোষণা করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
ড, ইউনূস বলেছেন, চলতি বছরের ডিসেম্বরে কিংবা আগামী বছরের জুনের মধ্যে পরবর্তী নির্বাচন আয়োজিত হবে।
তবে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ চেয়েছে বিএনপি। এর মধ্যেই স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী বিএনপি প্রধান উপদেষ্টার সাক্ষাৎ চেয়েছে।
আগামী বুধবার (১৬ এপ্রিল) বিএনপির একটি প্রতিনিধি দল সাক্ষাতের সময় পেয়েছে। সেখানে নির্বাচনের ব্যাপারে একটি সুনির্দিষ্ট আশ্বাস পাবে বলে দলটি আশা করছে।