চারুকলার দেয়াল টপকে শোভাযাত্রার মোটিফে আগুন দেওয়া অজ্ঞাত যুবকের খোঁজে পুলিশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের দেয়াল টপকে পহেলা বৈশাখ উপলক্ষ্যে নির্মিত দুটি মোটিফে আগুন দেওয়ার ঘটনায় এক অজ্ঞাতপরিচয় যুবকের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। আজ (১২ এপ্রিল) ভোরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
ডিএমপির রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'অজ্ঞাতপরিচয় ওই যুবককে শনাক্ত করার চেষ্টা চলছে। আমরা তাকে গ্রেপ্তারের চেষ্টা করছি।'
এর আগে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে এবারের নববর্ষের আনন্দ শোভাযাত্রা উদযাপনের জন্য বানানো দুটি মোটিফে আগুন দেওয়া হয়। এর মধ্যে, ফ্যাসিবাদের প্রতীক হিসেবে তৈরি করা 'ফ্যাসিবাদের মুখাকৃতি' সম্পূর্ণ আগুনে পুড়ে যায়। পাশাপাশি, শান্তির প্রতীক হিসেবে তৈরি করা 'শান্তির পায়রা' মোটিফটি আগুনে আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
কীভাবে আগুন লাগল জানতে চাইলে সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের কর্মকর্তা রুহুল আমিন সংবাদমাধ্যমকে বলেন, 'চারুকলা অনুষদ চত্বরে পহেলা বৈশাখ উপলক্ষ্যে অনেক মোটিফ তৈরি করা হয়েছে। এর মধ্যে কেবল দুটি মোটিফে আগুন লাগাটা সন্দেহজনক।'
ফায়ার সার্ভিস সদর দপ্তরের কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, ভোর ৫টা ৪ মিনিটে আগুন লাগার খবর দেওয়া হয়। এরপর সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ভোর ৫টা ২২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত উপসহকারী পরিচালক মো. শাহজাহান শিকদার বলেন, 'যথাযথ তদন্তের পরই আগুন লাগার প্রকৃত কারণ জানা যাবে।'
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর সংবাদমাধ্যমকে জানান, পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ শুরু করেছে এবং তদন্ত চলছে।
ঘটনার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে যান। সেখানে পুলিশ সদস্যরাও উপস্থিত ছিলেন।
সকালেই চারুকলা অনুষদের পক্ষ থেকে একটি নোটিশ জারি করে আগুন লাগার ঘটনায় দুঃখ প্রকাশ করা হয়।
এ বিষয়ে শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঘটনা তদন্তে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে বলে একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।