ড. ইউনূসকে ঈদের শুভেচ্ছা, ঢাকা-দিল্লির বন্ধুত্ব আরও দৃঢ় হওয়ার আশা মোদির

ঈদুল ফিতর উপলক্ষে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এক শুভেচ্ছাবার্তায় মোদী বলেছেন, 'রমজানের পবিত্র মাস শেষ হলো। এ উপলক্ষে আপনাকে এবং বাংলাদেশের জনগণকে ঈদ-উল-ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।'
আজ সোমবার (৩১ মার্চ) প্রধান উপদেষ্টার দপ্তরের ফেসবুক পেইজ-এ মোদির পাঠানো বার্তাটি প্রকাশ করা হয়।
তিনি আরও বলেন, ভারতের ২০ কোটি মুসলমান সারা বিশ্বের মুসলিম সম্প্রদায়ের সঙ্গে রোজা পালন ও প্রার্থনায় অংশ নিয়েছেন। ঈদ-উল-ফিতর শুধু আনন্দের নয়, এটি আত্মোপপলব্ধি, কৃতজ্ঞতা ও সংহতির প্রতীক। এ উৎসব করুণা, উদারতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়, যা জাতি ও বিশ্ব সম্প্রদায়ের সদস্য হিসেবে মানুষকে আরও ঘনিষ্ঠ করে।
শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী মোদী বিশ্বজুড়ে শান্তি, সম্প্রীতি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেন এবং বাংলাদেশ-ভারতের বন্ধুত্ব আরও দৃঢ় হওয়ার আশাবাদ ব্যক্ত করেন।