নাটোরে ঈদের নামাজ শেষে ‘জয় বাংলা’ স্লোগানকে কেন্দ্র করে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, গুলি

নাটোরের লালপুরে ঈদের নামাজ শেষে 'জয় বাংলা' স্লোগান দেওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গুলিবর্ষণ ও ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।
সোমবার (৩১ মার্চ) ঈদের দিন সকাল ৯টার দিকে লালপুর উপজেলার রামকৃষ্ণপুর ঈদগাহ মাঠে এ ঘটনা ঘটে।
সংঘর্ষে এক যুবক আহত হয়েছেন। পরে পুলিশ অভিযান চালিয়ে ৯ জনকে আটক করে।
স্থানীয়রা জানান, ঈদের নামাজ শেষে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা 'জয় বাংলা' স্লোগান দিতে শুরু করলে বিএনপির নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়ে তাদের ধাওয়া দেয়। একপর্যায়ে উভয় পক্ষ লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং ইটপাটকেল নিক্ষেপ করে।
এ সময় উভয়পক্ষ থেকে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়া হয় বলে অভিযোগ রয়েছে। সংঘর্ষে সাব্বির হোসেন নামক এক যুবক আহত হন। তাকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ঘটনার প্রতিবাদে লালপুর ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। সমাবেশে বিএনপির সাবেক ইউনিয়ন সভাপতি আশরাফুল ইসলাম লুলু, সাবেক সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, বিএনপি নেতা এটিএম জাহিদুল আলম ডলার ও জিয়া বক্তব্য দেন।
তারা অভিযোগ করেন, 'ফ্যাসিবাদী শক্তি পরিকল্পিতভাবে ঈদের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে।' তারা প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে ২৪ ঘণ্টার মধ্যে দোষীদের গ্রেপ্তার না করলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।
এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, 'নামাজ শেষে এক যুবকের স্লোগান দেওয়াকে কেন্দ্র করে ঝামেলা হয়। পরে ঘটনাটি বড় আকার ধারণ করে।'
তিনি আরও বলেন, 'খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।'
ওসি জানান, সংঘর্ষের পর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৯ জনকে আটক করা হয়েছে। ঘটনাস্থল থেকে কয়েক রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে। সংঘর্ষে জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।