ঐতিহাসিক শোলাকিয়ায় ঈদের জামাতে মুসল্লিদের ঢল

লাখো মুসল্লির অংশগ্রহণে দেশের অন্যতম বৃহত্তম ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠে। সোমবার (৩১ মার্চ) সকাল ১০টায় অনুষ্ঠিত ঈদুল ফিতরের জামাতকে ঘিরে শোলাকিয়া ঈদগাহ মাঠ জনসমুদ্রে পরিণত হয়। জামাতে ইমামতি করেন জেলা শহরের বড়বাজার মসজিদের খতিব মুফতি আবুল খায়ের মোহাম্মদ ছাইফুল্লাহ।
ঈদের নামাজে অংশ নিতে গতকাল রোববার থেকেই দূর-দূরান্ত থেকে মুসল্লিরা কিশোরগঞ্জে আসতে থাকেন। এছাড়া, সোমবার ভোর থেকে মুসল্লিদের ঢল নামতে শুরু করে শোলাকিয়া মাঠে। সকাল সাড়ে ৮টার আগেই পূর্ণ হয়ে যায় ঈদগাহ মাঠ।
রেওয়াজ অনুযায়ী নামাজ শুরুর ১৫ মিনিট আগে পরপর তিনবার শটগানের গুলি ছুঁড়ে মুসল্লিদের নামাজে দাঁড়ানোর সংকেত দেওয়া হয়। তবে মাঠে জায়গা না পেয়ে বহু মুসল্লি ঈদগাহ মাঠের আশপাশের সড়ক, বাসাবাড়ির ছাদ এবং নরসুন্দা নদীর তীরে নামাজ আদায় করেন।
নামাজ শেষে মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।
এদিকে, প্রতিবারের মতো এবারও শোলাকিয়ায় নামাজ আদায়ের জন্য রেলওয়ে থেকে মুসল্লিদের জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে।
এছাড়া, ঈদ জামাতকে ঘিরে এবারও নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে আইনশৃঙ্খলা বাহিনী। সাদা পোশাকেও দায়িত্ব পালন করেন গোয়েন্দারা।