চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে চলছে ঢাকা উত্তর সিটির ঈদ মেলা

ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীর আগারগাঁও-এ অবস্থিত চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ঢাকা উত্তর সিটি করপোরেশন ঈদ মেলার আয়োজন করেছে। ঈদের দিন এবং পরদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ মেলা চলবে।

সকাল থেকেই শহরের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ মেলায় আসতে থাকেন। বিশেষ করে শিশুদের এ মেলা উপভোগ করতে দেখা গেছে।

উদ্যোক্তা ও ব্যবসায়ীদের উদ্যোগে মেলা প্রাঙ্গণে প্রায় দুই শতাধিক স্টল রয়েছে। এছাড়া, মেলা প্রাঙ্গণে শিশুদের জন্য রাখা হয়েছে বিভিন্ন ধরনের পাপেট।
নগরবাসীর মধ্যে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের উদ্যোগে ঈদ আনন্দ উৎসবের অংশ হিসেবে এ মেলার আয়োজন করা হয়। ঈদের দিন সকালে ঈদের জামাতসহ ঈদ আনন্দ মিছিল ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উৎসবে অংশগ্রহণকারীদের জন্য বিশেষ আপ্যায়নের ব্যবস্থা রয়েছে। এই আয়োজনে ঢাকা উত্তর সিটি করপোরেশন প্রায় দুই কোটি টাকা ব্যয় করবে।