৮ বছর পর লন্ডনে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করলেন খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এখন ভালো আছেন এবং তিনি আট বছর পর লন্ডনে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করছেন বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ (৩০ মার্চ) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মির্জা ফখরুল বলেন, 'আলহামদুলিল্লাহ, তিনি [বেগম খালেদা জিয়া] এখন লন্ডনে আগের চেয়ে ভালো আছেন।'
তিনি জানান, বেগম জিয়া এপ্রিলের মাঝামাঝি দেশে ফিরতে পারেন।
উন্নত চিকিৎসার জন্য গত ৮ জানুয়ারি বিএনপি চেয়ারপারসনকে লন্ডনে নেওয়া হয়।
মির্জা ফখরুল বলেন, কারাবন্দি অবস্থায় চিকিৎসা না পাওয়ায় বেগম জিয়ার লিভার সিরোসিস হয়েছে।
তিনি আরও বলেন, 'আমরা বিশ্বাস করি, তাকে কারাগারে ধীরে ধীরে বিষপ্রয়োগ করা হয়েছিল। যদি আপনি ম্যাডামের কাছে এ বিষয়ে জানতে চান, তিনি কিছু বলবেন না। কারণ, তিনি সে ধরনের মানুষ নন। ম্যাডামকে যে কক্ষে রাখা হয়েছিল, তা ছিল স্যাঁতসেঁতে, দেয়াল ভেঙে পড়ছিল, ইঁদুর দৌড়াদৌড়ি করছিল। এমন প্রতিকূল অবস্থার মধ্যেই তাকে থাকতে হয়েছে।'
বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেএম জাহিদ হোসেন জানান, বেগম জিয়া বর্তমানে তার বড় ছেলে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাড়িতে অবস্থান করছেন। সেখানে তার দুই পুত্রবধূ ডা. জোবাইদা রহমান ও সৈয়দা শামিলা রহমান এবং তিন নাতনি ব্যারিস্টার জাইমা রহমান, জাফিয়া রহমান ও জাহিয়া রহমানও আছেন।
তিনি বলেন, 'তারা ঈদের সব প্রস্তুতি নিয়েছেন।' এটি লন্ডনে খালেদা জিয়ার তৃতীয় ঈদ উদযাপন।
দশ বছর পর এই প্রথমবার তিনি তার ছেলে তারেক রহমানের বাসায় ঈদ উদযাপন করছেন।
এর আগে, ২০১৭ সালে চিকিৎসার জন্য লন্ডনে গিয়ে তিনি কোরবানির ঈদ ছেলের বাড়িতে উদযাপন করেন। এবং ২০১৫ সালের সেপ্টেম্বরে তিনি লন্ডনে পরিবারের সঙ্গে ঈদ করেছিলেন।
খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চাইলে অধ্যাপক জাহিদ বলেন, 'তিনি আগের চেয়ে অনেকটা ভালো আছেন।'
তিনি আরও জানান, 'ম্যাডাম দেশবাসী এবং দলের নেতাকর্মীদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও আপনাদের [সাংবাদিকদের] মাধ্যমে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।'
চিকিৎসার জন্য গত ৮ জানুয়ারি কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির পাঠানো রাজকীয় এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনে যান সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।
তিনি লন্ডনের 'দ্য লন্ডন ক্লিনিক' হাসপাতালে ১৭ দিন অধ্যাপক জন প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন। পরে ওই ক্লিনিকে গঠিত মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী, খালেদা জিয়া বর্তমানে তার ছেলে তারেক রহমানের বাসায় অধ্যাপক প্যাট্রিক কেনেডি ও অধ্যাপক জেনিফার ক্রসের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন।
৭৯ বছর বয়সি সাবেক এই প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছেন।
২০১৮ সালে দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হয়ে পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন বিএনপি চেয়ারপারসন। করোনা মহামারির সময় সরকার তাকে বিশেষ শর্তে মুক্তি দেয়। তিনি কারাগার ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চারটি ঈদ কাটিয়েছেন।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা সরকার পতনের পর রাষ্ট্রপতির আদেশে খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়। এরপর আদালত তার বিরুদ্ধে থাকা দুর্নীতির দুই মামলার রায় বাতিল করেন।