প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান আজ (৩০ মার্চ) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় ঈদ উপলক্ষে দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর নেয়া পদক্ষেপ সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করা হয়।
সাক্ষাৎকালে সেনাপ্রধান জানান, সেনাবাহিনী লঞ্চ, ট্রেন ও বাস টার্মিনালে যাত্রীসেবা নির্বিঘ্ন রাখার পাশাপাশি সড়কে নিরবচ্ছিন্ন যানচলাচল নিশ্চিত করতে কাজ করছে।
এছাড়া, শিল্পাঞ্চলে মালিক-শ্রমিক বিরোধ নিরসনে সেনাবাহিনীর ভূমিকা এবং চলমান কার্যক্রম সম্পর্কেও তিনি প্রধান উপদেষ্টাকে অবহিত করেন।
জুলাই অভ্যুত্থানে আহতদের সম্মানে দেশের সব ক্যান্টনমেন্টে ইফতার ও বিশেষ দোয়ার আয়োজনের বিষয়েও প্রধান উপদেষ্টাকে জানান সেনাপ্রধান। এ ছাড়া, আহত ও শহীদ সেনা সদস্যদের পরিবারের জন্য সেনাবাহিনীর আর্থিক সহায়তার কথাও তুলে ধরেন।
সাক্ষাৎ শেষে প্রধান উপদেষ্টাকে আগাম ঈদের শুভেচ্ছা জানান সেনাপ্রধান।
প্রধান উপদেষ্টা ড. ইউনূস সেনাবাহিনীর ভূমিকা ও পেশাদারিত্বের প্রশংসা করেন এবং ভবিষ্যৎ কার্যক্রমের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
এছাড়া, সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় একই নিষ্ঠা ও পেশাদারিত্ব বজায় রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।