ঈদযাত্রা: মাওয়া এক্সপ্রেসওয়ের টোল প্লাজায় চাপ থাকলেও দক্ষিণাঞ্চলের দিকে যান চলাচল স্বাভাবিক

ঈদুল ফিতর যতই ঘনিয়ে আসছে, ততই ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে এবং পদ্মা সেতু এলাকায় দক্ষিণাঞ্চলের বাড়ি ফেরা যাত্রীদের ভিড় বাড়ছে।
আজ (৩০ মার্চ) সকাল থেকে যাত্রীদের মোটরসাইকেল, গণপরিবহন এবং ব্যক্তিগত যানবাহনে পদ্মা সেতু পার করতে দেখা গেছে। টোল প্লাজায় যানবাহনের চাপ বাড়লেও, দীর্ঘ যানজটের কোনো খবর পাওয়া যায়নি।
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পদ্মা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আবু সাদ জানান, সকাল থেকে যান চলাচল স্বাভাবিকভাবে রয়েছে। এখন পর্যন্ত কোনো যানজটের ঘটনা ঘটেনি।
মোটরসাইকেলের সংখ্যা বৃদ্ধি পাওয়ায়, চাপ সামলাতে দুটি নির্ধারিত বুথের পাশাপাশি একটি অস্থায়ী বুথ চালু করা হয়েছে। বর্তমানে যাত্রীদের চাপ কমাতে এক্সপ্রেসওয়েতে মোট নয়টি বুথ চালু রয়েছে।

আবু সাদ আরও জানান, শনিবার (২৯মার্চ) ২৪ ঘণ্টায় ঈদযাত্রায় পদ্মা সেতু পাড়ি দিয়েছে ৩৬ হাজার ৯২৪টি যানবাহন। যা থেকে টোল আদায় হয়েছে ৪ কোটি ৭ লাখ ৯২ হাজার টাকা।
তিনি আরও বলেন, সেতুর ওপর যান চলাচল স্বাভাবিক রাখতে কর্তৃপক্ষ সব প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে।