ইতিহাসে একমাসে সর্বোচ্চ, মার্চে ৩০০ কোটি ডলারের বেশি রেমিট্যান্স আসবে দেশে

বাংলাদেশে এই প্রথম এক মাসে ৩ বিলিয়ন ডলার বা ৩০০ কোটি ডলারের বেশি রেমিট্যান্স আসবে চলতি মার্চ মাসে।
আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে মার্চের প্রথম ২৬ দিনেই রেমিট্যান্স এসেছে ২.৯৪ বিলিয়ন ডলার। যা আগের বছরের একই সময়ের তুলনায় ৮২% বেশি।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান সাংবাদিকদের বলেন, গত বছরের একই সময়ে দেশে ১৬১ কোটি ডলার লেনদেন হয়েছিল।
ব্যাংকাররা বলছেন, পবিত্র রমজান মাস ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে প্রবাসীরা তাদের পরিবারের জন্য বেশি অর্থ পাঠানোয় রেমিট্যান্স প্রবাহ বেড়েছে।
ব্যাংকাররা জানান, আগে হুন্ডি চ্যানেলের মাধ্যমে বিপুল পরিমাণ টাকা আসত। কিন্তু এখন খোলাবাজার ও ব্যাংকিং চ্যানেলের মধ্যে মুনাফার পার্থক্য কমে যাওয়ায় প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠাতে উদ্বুদ্ধ হচ্ছেন।