ঈদ বোনাস ও বকেয়া বেতনের দাবিতে শ্রম ভবনের সামনে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

তিন মাসের বকেয়া বেতন ও ঈদুল ফিতর বোনাসের দাবিতে টিএনজেড গ্রুপের কয়েকশ' পোশাক শ্রমিক আজ (২৭ মার্চ) সকালে রাজধানীর শ্রম ভবনের সামনে বিক্ষোভ করেন।
গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শ্রমিকরা, যাদের বেশিরভাগই নারী, ভোরে শ্রম মন্ত্রণালয়ের কার্যালয়ের সামনে প্ল্যাকার্ড হাতে জড়ো হন এবং তাদের দাবি আদায়ে স্লোগান দিতে থাকেন।
ঈদের লম্বা ছুটির আগে পাওনা বেতন ও বোনাসের দাবিতে দেশজুড়ে হাজার হাজার পোশাক শ্রমিক বিক্ষোভ করেছে।
১২২টি তৈরি পোশাক ও বস্ত্র কারখানা এখনও তাদের শ্রমিকদের ফেব্রুয়ারি মাসের বেতন পরিশোধ করেনি বলে জানিয়েছে শিল্প পুলিশ।
প্রতিবেদনে বলা হয়, ৪২২টি কারখানা তাদের শ্রমিকদের মার্চ মাসের অর্ধেক বেতন অগ্রিম পরিশোধ করেছে।
মোট ২ হাজার ১৬৭টি কারখানা তাদের কর্মীদের ঈদ বোনাস পরিশোধ করেছে, ৭২৩টি কারখানা এখনও বোনাস পরিশোধ করেনি, যা মোট কারখানার ২৫ শতাংশ।
এদিকে, শ্রমিকদের বকেয়া বেতন, সুযোগ-সুবিধা ও ক্ষতিপূরণ দিতে ব্যর্থ হওয়ায় ১২টি পোশাক কারখানার মালিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার।
বকেয়া নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাদের বিদেশ যাত্রার অনুমতি দেওয়া হবে না।