পদ্মা সেতুতে ৮ ঘণ্টায় ১ কোটি ১৮ লাখ টাকা টোল আদায়

পদ্মা সেতুতে ৮ ঘণ্টায় ১ কোটি ১৮ লাখ ৫৬ হাজার ৯৫০ টাকা টোল আদায় হয়েছে। আজ বুধবার সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত সেতুর মাওয়া ও জারিরা প্রান্ত মিলিয়ে এ টোল আদায় হয়। এ সময় শুধু মাওয়া প্রান্তেই টোল আদায় হয়েছে ৭৪ লাখ ৮০ হাজার টাকা।
আজ বিকেল ৪টায় পদ্মা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, আজ ৮ ঘণ্টায় সেতুর মাওয়া প্রান্ত দিয়ে ৮ হাজার ১৩টি যানবাহন পার হয়েছে। এতে ৭৪ লাখ ৮০ হাজার টাকার টোল আদায় করা হয়। এছাড়া সেতুর জাজিরা প্রান্ত দিয়ে ৩ হাজার ৪০৮টি যানবাহন পার হয়। এ থেকে ৩৪ লাখ ৭৬ হাজার ৯৫০ টাকার টোল আদায় করা হয়।
তিনি আরও জানান, ঈদুল ফিতরের উপলক্ষে পদ্মা সেতু হয়ে মাওয়া প্রান্তে যানবাহনের তেমন চাপ লক্ষ্য করা যায়নি। এ অবস্থায় রাজধানী থেকে দক্ষিণবঙ্গমুখী যানবাহনগুলোন নির্বিঘ্নে সেতু পার হচ্ছে।