ধানমন্ডিতে র্যাব পরিচয়ে ডাকাতি, আটক ৪

রাজধানীর ধানমন্ডিতে র্যাব পরিচয়ে ডাকাতির ঘটনায় ৪ জনকে আটক করেছে পুলিশ। আজ বুধবার (২৬ মার্চ) সকালে তাদের আটক করা হয়।
আটকের বিষয়টি নিশ্চিত করে ধানমন্ডি থানার ডিউটি অফিসার তানভীর ইসলাম বলেন, আটকৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
ডাকাতির ঘটনায় ভুক্তভোগী হান্নান আজাদ অলংকার জুয়েলারির মালিক।
নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা বলেন, ধানমন্ডির আট নম্বর রোডে একটি বাসায় ১৫ থেকে ২০ জনের একটি দল ডাকাতি করতে যায়। এদের মধ্যে কয়েকজনের র্যাবের পোশাক পরিহিত ছিল। ডাকাতির খবর পেয়ে এসময় স্থানীয় লোকজন এগিয়ে আসলে সবাই পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় চারজনকে মারধর করে পুলিশের কাছে হস্তান্তর করে।
তিনি আরও বলেন, আটককৃতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে থানায় আনা হয়েছে।