মহাখালীতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সাংবাদিকের ওপর হামলা

ঢাকার মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনালে পরিবহন শ্রমিকদের হামলার শিকার হয়েছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জ্যেষ্ঠ প্রতিবেদক ওবায়দুর মাসুম।
মঙ্গলবার (২৫ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনায় আহত মাসুম প্রাথমিক চিকিৎসা নিয়েছেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনার পর তিনি তেজগাঁও শিল্পাঞ্চল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
ওবায়দুর মাসুম জানান, সকালে নিজ কার্যালয় থেকে মোটরসাইকেলে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের দিকে যাচ্ছিলেন তিনি। মহাখালী বাস টার্মিনালের সামনে এক মোটরসাইকেল আরোহীকে শ্রমিকেরা মারধর করছিলেন। তিনি থেমে ওই ঘটনার ছবি তুলতে মোবাইল বের করলে শ্রমিকরা তার ওপর হামলা চালান।
'মোবাইল বের করলেও ছবি তুলতে পারিনি। সাংবাদিক পরিচয় দেওয়ার পরও কয়েকজন আমাকে ঘিরে গালিগালাজ করেন এবং কিল-ঘুষি ও লাঠি দিয়ে আঘাত করেন,' বলেন মাসুম।
তিনি অভিযোগ করেন, সাহায্যের জন্য পাশে থাকা দুই পুলিশ সদস্যের কাছে গেলে তারা কোনো সহায়তা করেননি। পরে তিনি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে চিকিৎসা নেন।
এ ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে থানায় সাধারণ ডায়েরি করেছেন মাসুম।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি গাজী শামীমুর রহমান বলেন, 'বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'
সাংবাদিকের ওপর হামলার ঘটনায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ), বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম, ঢাকা ইউটিলিটি রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ডুরা) এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) নিন্দা জানিয়েছে।