ফসলের মাঠে সারজিস, কৃষকের জন্য আলুর ন্যায্যমূল্য নিশ্চিতের দাবি

কৃষকের উৎপাদিত আলুসহ কৃষিপণ্যের ন্যায্য দাম নিশ্চিত করার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। গণঅভ্যুত্থানে সক্রিয় থাকা এই তরুণ রাজনীতিবিদ আজ তাঁর এক ফেসবুক পোস্টে এই দাবি জানান।
পোস্টের সাথে যুক্ত ছবিগুলোয় পঞ্চগড়ের আটোয়ারীতে ফসলের মাঠে আর গ্রামবাসীদের সাথে মতবিনিময় করতেও দেখা গেছে সারজিসকে।
পোস্টে তিনি লিখেছেন, "জীবনের প্রথম ১৭ বছর এই মাটি ও মানুষের সাথে থেকে বেড়ে উঠেছি। এখানেই যেন চির প্রশান্তি। সরু আইল দিয়ে হেঁটে চলা, মাচায় বসে গল্প করা, ভ্যানে করে এক গ্রাম থেকে আরেক গ্রামে যাওয়া, এগুলো যেন আমাদের চিরচেনা গল্প। এই গল্পগুলো শুনতে, শোনাতে এবং বাঁচিয়ে রাখতে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।"
এসময় জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে কৃষকদের একটি দাবি তুলে ধরেন সারজিস।
তিনি বলেন, "কৃষক এখন বাজারে প্রতি কেজি আলু পাইকারি ১০ টাকা করে বিক্রি করে। প্রতি কেজি আলু উৎপাদনে কৃষকের খরচ হয় গড়ে ২০ টাকা। অর্থাৎ, এবার কৃষক আলুতে প্রায় অর্ধেক লস করছে। সেই জায়গায় অন্তত কেজি প্রতি তারা যদি ২৫ টাকা পেত তাহলে তাদের জীবন চলা সম্ভব হতো।"
"মাঠে কৃষকের উৎপাদন খরচ এবং দেশব্যাপী গ্রাহকের কেনার সামর্থ্যের মধ্যে সামঞ্জস্য প্রয়োজন। অন্তর্বর্তীকালীন সরকারকে এই দায়িত্ব পালন করতে হবে। কৃষক যদি তাদের দাম না পায়— তাহলে চাষের আগ্রহ হারিয়ে ফেলবে। পণ্য সংকট তৈরি হবে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বাইরে যাবে। সেই হিসাবে, কৃষক অন্তত ২৫ টাকা দরে আলু বিক্রি করতে পারলে, বাজারে খুচরা ৩০ থেকে ৪০ টাকার মধ্যে পাওয়া যাবে। এই সামঞ্জস্য অতি জরুরী।"