সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

স্বাধীনতা দিবস ও ঈদুল ফিতর উপলক্ষ্যে শুভেচ্ছা জানিয়ে আজ সন্ধ্যা সাতটায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
আজ (২৫ মার্চ) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।
প্রেস উইং জানিয়েছে, এই ভাষণ বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার সরাসরি সম্প্রচার করবে।
এদিকে আজ সকালে প্রধান উপদেষ্টা জাতীয় পর্যায়ে নিজ নিজ ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সাত বিশিষ্ট ব্যক্তির হাতে 'স্বাধীনতা পুরস্কার-২০২৫' তুলে দিয়েছেন।
আজ মঙ্গলবার (২৫ মার্চ) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে দেশের সর্বোচ্চ জাতীয় বেসামরিক এই পুরস্কার প্রদান করেন তিনি।
এছাড়া মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে একটি স্মারক ডাকটিকিটও অবমুক্ত করেন তিনি।
এদিকে, ১৯৭১ সালের ২৫শে মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনীর চালানো নৃশংস হত্যাকাণ্ডের স্মরণে জাতি আজ 'গণহত্যা দিবস' পালন করছে।
এই দিনটি বাংলাদেশের ইতিহাসের অন্ধকারতম অধ্যায়ের স্মারক হয়ে আছে। এদিন পাকিস্তানি সামরিক বাহিনী নির্বিচারে ছাত্র, শিক্ষক এবং পুলিশসহ নিরস্ত্র বাঙালিদের হত্যা করেছিল।
দিবসটি উপলক্ষ্যে, প্রধান উপদেষ্টা ইউনূস গতকাল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং তিনি বলেন, তাদের আত্মত্যাগই ৯ মাসব্যাপী মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশের কষ্টার্জিত স্বাধীনতার পথ প্রশস্ত করেছে।
তিনি বলেন, 'নতুন বাংলাদেশ' একটি শক্তিশালী, শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক দেশ হিসেবে আবির্ভূত হবে- গণহত্যা দিবসে এটাই আমাদের অঙ্গীকার।