বিএনপিসহ অন্য দলগুলো আলোচনার মাধ্যমে জনগণের কাঙ্ক্ষিত সংস্কার বাস্তবায়ন করবে: তারেক

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, তার দল ও অন্যান্য রাজনৈতিক দল সম্মিলিতভাবে আলোচনার মাধ্যমে জনগণের কাঙ্ক্ষিত সংস্কার বাস্তবায়ন করবে।
আজ শনিবার (২২ মার্চ) রাজধানীর একটি হোটেলে আয়োজিত ইফতার মাহফিলে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ ইফতার মাহফিলের আয়োজন করে ১২ দলীয় জোট।
তারেক রাজনৈতিক দলগুলোকে স্বৈরাচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তিনি বলেন, যে ঐক্য নিয়ে স্বৈরাচারকে বিদায় করেছি, আসুন যেকোনো মূল্যে আমরা সেই ঐক্য ধরে রাখি। ঐক্য ধরে রেখে জনগণের প্রত্যাশিত গণতন্ত্র প্রতিষ্ঠা করব।
তিনি বলেন, আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে ভিন্নমত থাকতে পারে, তবে সমস্যা সৃষ্টি হলে আলোচনায় বসবো। যেকোনো মূল্যে ঐক্য ধরে রাখতে হবে, যাতে করে পতিত স্বৈরাচার শক্তি আমাদের কাঁধে চেপে বসতে না পারে। আদর্শ ভিন্ন হলে আমরা দেশে ও দেশের মানুষের জন্য এক।
স্বৈরাচার ও তাদের সহযোগীদের পুনর্বাসনে সহায়ক হতে পারে এমন কিছু করা বা বলা থেকে বিরত থাকার জন্য ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান এই বিএনপি নেতা।