স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে ‘বিতাড়িত স্বৈরাচারীদের পুনর্বাসনের’ অনুমতি দেওয়া উচিত নয় সরকারের: তারেক

অন্তর্বর্তী সরকারের এমন কোনো পদক্ষেপ নেওয়া উচিত নয়, যা 'ক্ষমতাচ্যুত স্বৈরাচারের' সহযোগীদের দেশের রাজনীতিতে পুনর্বাসনের সুযোগ দেবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আওয়ামী লীগের প্রতি ইঙ্গিত করে তিনি আজ শুক্রবার (২১ মার্চ) এ কথা বলেন।
রাজধানীর ঢাকা লেডিস ক্লাবে বিশিষ্ট নাগরিক ও চাকরিজীবীদের সঙ্গে আয়োজিত এক ইফতার অনুষ্ঠানে ভার্চুয়ালি দেয়া এক বক্তব্যে তিনি বলেন, 'ক্ষমতাচ্যুত স্বৈরশাসকের সহযোগীদের হাতে এখনো রাষ্ট্র ও জনগণের লুট করা হাজার হাজার কোটি টাকা রয়েছে। এই পরিস্থিতিতে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন আয়োজন করা মানে হবে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে থাকা ওই সহযোগীদের রাজনীতিতে ফিরে আসার সুযোগ করে দেওয়া।'
তারেক রহমান বলেন, 'অন্তর্বর্তী সরকারের দৃষ্টি আকর্ষণ করে আবারও বলতে চাই, এমন কোনো পদক্ষেপ নেওয়া ঠিক হবে না, যাতে পালিয়ে থাকা স্বৈরাচারের সহযোগীরা রাষ্ট্র বা রাজনীতিতে পুনর্বাসনের সুযোগ পায়।'
তিনি আরও বলেন, 'বিশ্বের গণতান্ত্রিক রাজনীতির বিধি ব্যবস্থায় শেষ পর্যন্ত রাজনীতিবিদদের হাতেই রাষ্ট্র পরিচালনার ভার বর্তায়। রাষ্ট্রের ভালোমন্দের অনেক কিছুই নির্ভর করে রাজনীতিবিদদের দেশপ্রেম ও রাষ্ট্র পরিচালনার নীতির ওপর।'
স্বৈরাচার শাসনামলে সিভিল সোসাইটি ও পেশাজীবীদের একটি অংশ ফ্যাসিবাদের সক্রিয় সহযোগী হিসেবে আবির্ভূত হয়েছিল উল্লেখ করে তারেক রহমান বলেন, 'রাষ্ট্রে রাজনীতিবিদ, সিভিল সোসাইটি ও পেশাজীবীরা একে অপরের পরিপূরক। রাষ্ট্রের সিভিল সোসাইটি ও পেশাজীবীদের ভূমিকা দুর্বল থাকলে সুস্থ ও সবল রাজনীতি আশা করা যায় না।'
জাতীয় নির্বাচন সংস্কারের পর করার পক্ষে যারা কথা বলছেন, তাদের উদ্দেশে তারেক রহমান বলেন, 'আমি তাদের বলতে চাই, সংস্কার শেষ হলে সেটা আর সংস্কার থাকে না। কারণ, সংস্কার কখনো শেষ হয় না, এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া।'
তিনি আরও বলেন, সংবিধানের ৬৫ অনুচ্ছেদের ২ নম্বর ধারায় স্পষ্ট উল্লেখ আছে, সংসদ সরাসরি জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা গঠিত হবে। অথচ ক্ষমতাচ্যুত, পলাতক স্বৈরশাসক এটিকে তাদের দলের অনুকূলে তৈরি করেছিলেন।
তারেক রহমান বলেন, 'বারবার জনগণের ভোট ছাড়া সংসদ গঠিত হয়েছে। তাই বিএনপি মনে করে, গণতান্ত্রিক রাজনীতিতে পুস্তকনির্ভর সংস্কারের চেয়ে গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার ও এর বাস্তব প্রয়োগই বেশি গুরুত্বপূর্ণ। জনগণের গণতান্ত্রিক চর্চার মাধ্যমেই সংস্কার প্রক্রিয়া টেকসই, সফল ও কার্যকর হতে পারে।'
তিনি বলেন, 'দেশের রাজনৈতিক অঙ্গনে তুচ্ছ বিষয়কে বড় করে দেখানোর মাধ্যমে অনিচ্ছাকৃতভাবে কিংবা বুঝেশুনে, দেশে চলমান ফ্যাসিবাদবিরোধী ঐক্যে সন্দেহ তৈরি করা হচ্ছে।'