রাজধানীতে যুবকের মাথায় অস্ত্র ঠেকিয়ে গুলি করে হত্যা

রাজধানীতে এক যুবককে মাথায় অস্ত্র ঠেকিয়ে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২০ মার্চ) রাত ৯টার দিকে গুলশান পুলিশ প্লাজার সামনে এ ঘটনা ঘটে।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাব-ইন্সপেক্টর মাকসুদ ভুক্তভোগী সুমনের মৃত্যুর কথা টিবিএস-এর কাছে নিশ্চিত করেছেন।
'সুমনকে রাত ১১টা ১০ মিনিটে মৃত ঘোষণা করেছে ঢামেকের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক,' বলেন তিনি।
তাকে গুলিবিদ্ধ অবস্থায় এনে হাসপাতালের সাত নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয় বলে জানান তিনি।
ডিএমপির অতিরিক্ত কমিশনার নজরুল ইসলাম সাংবাদিকদের জানান, নিহতের বিরুদ্ধে গুলশান ও বনানীসহ কয়েকটি থানায় চাঁদাবাজির একাধিক মামলা রয়েছে।
'হত্যাকাণ্ডের সময় দুর্বৃত্তরা পাঁচ রাউন্ড গুলি ছোড়ে। পুলিশের ধারণা, আন্তঃকোন্দলের জেরেই এ হত্যাকাণ্ড ঘটে,' বলেন তিনি।
কে বা কারা গুলি করেছে, তা এখনো জানা যায়নি বলে উল্লেখ করেন তিনি।
ভুক্তভোগী সুমন মহাখালী টিভিগেট এলাকায় একটি ইন্টারনেট সংযোগ প্রতিষ্ঠানে চাকরি করেন। তার বাড়ি রংপুরে।