এসএসসি পরীক্ষার রুটিন সংশোধন, গণিত পরীক্ষা ২১ এপ্রিল

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার গণিত পরীক্ষা আগামী ২০ এপ্রিলের পরিবর্তে ২১ এপ্রিল অনুষ্ঠিত হবে।
২০ এপ্রিল ইস্টার সানডে হওয়ায় ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড আজ (১৯ মার্চ) রুটিন সংশোধন করে একটি বিজ্ঞপ্তি জারি করেছে।
এসএসসি তাত্ত্বিক পরীক্ষা ১০ এপ্রিল বাংলার ১ম পত্র দিয়ে শুরু হবে এবং ১৩ মে বাংলার ২য় পত্র দিয়ে শেষ হবে।
এসএসসি পরীক্ষার তিন ঘণ্টার তাত্ত্বিক পরীক্ষা সকাল ১০:০০ টায় শুরু হবে।
তিন ঘণ্টার এ পরীক্ষা শুরু হবে সকাল ১০টায় এবং ১৫ মে থেকে ২২ মে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে শিক্ষার্থীদের অবশ্যই পরীক্ষার হলে উপস্থিত হতে হবে।